
আরও ৫০০ মিউনিসিপাল কর্মী গত সপ্তাহে ভ্যাকসিন ডোজ পূর্ণ করেছেন। সিটি কর্তৃপক্ষ একে উৎসাহব্যঞ্জক বললেও ভ্যাকসিন না নেওয়ায় বেতন ছাড়াই বরখাস্ত করা কর্মীর সংখ্যা এরই মধ্যে ৫০০ ছাড়িয়ে গেছে।
কর্ম খালির হালনাগাদ তথ্য শুক্রবার প্রকাশ করেছে সিটি কর্তৃপক্ষ। যে ৩২ হাজার ৫২ কর্মী তাদের ভ্যাকসিনেশন সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে তাদের মধ্যে ৩১ হাজার ৭৪ জন বা ৯৭ শতাংশ উভয় ডোজ ভ্যাকসিন নিয়েছেন। গত সপ্তাহের চেয়ে যা ৪৯৭ জন বেশি।
সিটি ম্যানেজার ক্রিস মারে এক বিবৃতিতে বলেছেন, এ সপ্তাহে আরও প্রায় ৫০০ কর্মীর ভ্যাকসিনেশন সংক্রান্ত তথ্য প্রকাশ করার বিষয়টি খুবই আশাব্যঞ্জক। আমাদের কমিউনিটির সুরক্ষা ও কর্মীদের জন্য নিরাপদ কর্মক্ষেত্রের নিশ্চয়তা দেওয়ার ক্ষেত্রে এটা বড় অগ্রগতি।
এর মধ্যে ৫৮৭ জন কর্মী এক ডোজ ভ্যাকসিন নিয়েছেন বলে জানিয়েছেন। আর ভ্যাকসিন নেননি বলে তথ্য দিয়েছেন ২৩৪ জন। এছাড়া ১৩৪ জন এ সংক্রান্ত কোনো তথ্য ভ্যাকসিনেশন ফরমে প্রকাশ করেননি। আর ১৬৪ জন কর্মী ভ্যাকসিনেশন ফরমই জমা দেননি।
নগরীর ভ্যাকসিন নীতি অনুযায়ী যারা ভ্যাকসিন নেননি এ মাস থেকে তাদের বেতন ছাড়াই ছুটিতে পাঠানো হয়েছে। শুক্রবার নগরীর পক্ষ থেকে বলা হয়েছে, এ পর্যন্ত ৫১৫ জন কর্মীকে অবেতন ছুটিতে পাঠানো হয়েছে। গত সপ্তাহের চেয়ে যা ১৩৬ জন বেশি। এছাড়া ৮৫ জন কর্মী অনুপস্থিত রয়েছেন। এই নীতি অমান্য করে ১৩ ডিসেম্বর পর্যন্ত যারা ভ্যাকসিনেশনের বাইরে থাকবেন কারণ দর্শিয়ে তাদেরকে চাকরিচ্যুত করা হবে।
এদিকে হেমন্তের শেষ চার সপ্তাহে ১০১টি বিনোদনমূলক কর্মসূচি বাতিল করার কথা জানিয়েছে সিটি কর্তৃপক্ষ। এসব কর্মসূচির কিছু স্থগিত থাকবে ভ্যাকসিনেশন নীতির কারণে জনবল সংকটের কারণে। এসব কর্মসূচিতে ৬৮৫ জনের অংশগ্রহণ করার কথা। তবে স্কেটিং বা সাতার শেখা এবং স্কুল পরবর্তী বিনোদনমূলক কোনো কর্মসূচি বাদ পড়বে না বলে জানিয়েছে সিটি কর্তৃপক্ষ।