
আনহেল ডি মারিয়া
টানা দ্বিতীয় কোপা আমেরিকার শিরোপা জিতেই গত জুলাইয়ে নিজের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টেনেছেন আনহেল ডি মারিয়া। ক্যারিয়ারের সায়াহ্নে এসে আর্জেন্টিনার হয়ে দুটি কোপা আমেরিকা ও আকাঙ্ক্ষিত বিশ্বকাপ শিরোপা জিতেছেন এই উইঙ্গার। শুধু এটুকুই নয়, ২০২১ সালের কোপা আমেরিকা এবং ২০২২ বিশ্বকাপের ফাইনালেও গোল করেছিলেন তিনি।
ক্যারিয়ারজুড়ে দারুণ সব সাফল্য ও ধারাবাহিকতার কারণে আর্জেন্টিনার সর্বকালের সেরাদের কাতারেই উচ্চারিত হয়ে আসছিল ডি মারিয়ার নাম। কারো মতে, মেসি ও ম্যারাডোনার পরই থাকবেন তিনি। পারফরম্যান্স ও পরিসংখ্যানও সমর্থন করছে এই কথাকে। বিষয়টি নিয়ে সম্প্রতি মন্তব্য করেছেন ডি মারিয়া নিজেই।
কুঁচকির ইনজুরিতে আক্রান্ত শরিফুল সেরে উঠবেন কবে?কুঁচকির ইনজুরিতে আক্রান্ত শরিফুল সেরে উঠবেন কবে?
একদিক থেকে নিজেকে আর্জেন্টিনার সেরা মনে করেন ডি মারিয়া। সেটা ম্যারাডোনা ও মেসিকে এগিয়ে রেখেই। সেটা দুজনের একজনকে কোচ ও সতীর্থ হিসেবে পাওয়ায়। সম্প্রতি এক আলাপনে ইএসপিএনকে তিনি বলেছেন, ‘এটা অনেকটা প্রথম (সেরা) হওয়ার মতোই। কারণ, লিও (মেসি) এবং ডিয়েগো অন্য গ্রহের। লিওর (মেসি) সঙ্গে খেলা এবং কোচ হিসেবে ডিয়েগোকে পাওয়া, এটুকুই যথেষ্ট।’
ইএসপিএনের সেই আলাপানে তিনি তার ক্যারিয়ারে দেখা সবচেয়ে বাজে কোচ নিয়েও মন্তব্য করেছেন। আর্জেন্টিনার কিংবদন্তি এই ফুটবলার অকপটেই জানালেন তার ক্যারিয়ারের সবচেয়ে বাজে কোচের নাম লুইস ফন গাল। কাতার বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা–নেদারল্যান্ডসের আলোচিত ম্যাচের আগে কথার লড়াই এবং ম্যাচে লিওনেল মেসির স্বভাববিরুদ্ধ উদ্যাপনের কারণে আলাদাভাবেই স্মরণ করা হয় সেই ম্যাচকে।
ইনজুরিতে সূর্যকুমার, বাংলাদেশ সিরিজে খেলা নিয়ে শঙ্কাইনজুরিতে সূর্যকুমার, বাংলাদেশ সিরিজে খেলা নিয়ে শঙ্কা
আলোচিত–সমালোচিত সেই ফন গালকেই ম্যানচেস্টার ইউনাইটেডে এক মৌসুমের জন্য কোচ হিসেবে পেয়েছিলেন ডি মারিয়া। তার ভাষায়, ‘সবচেয়ে বাজে কোচ হচ্ছে ফন গাল, এ বিষয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন। যদি কোনো সন্দেহ থাকে তবে আমি বিষয়টা পরিষ্কার করে দিলাম।’
এ সময়ে অন্য কোচদের নিয়ে আলাপে ডি মারিয়াকে জিজ্ঞেস করা হয় লিওনেল স্কালোনিকে নিয়ে। বিশ্বকাপজয়ী এ কোচকে ‘অন্যতম সেরাদের একজন’ বলেন দি মারিয়া। আর আর্জেন্টিনার প্রয়াত সাবেক কোচ আলেসান্দ্রো সাবেয়াকে নিয়ে বলেন, ‘আমার ওপর তার অনেক প্রভাব ছিল।’
এরপর দি মারিয়া কথা বলেন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনাকে নিয়ে। কোচ ম্যারাডোনা কেমন জানতে চাইলে ডি মারিয়া বলেন, ‘আমি তাকে কোচ হিসেবে দেখি না। সে আমার কাছে একজন বন্ধু ছিল। একজন বন্ধু, ভাই এবং বাবার মতো ছিল। অন্য কিছুর চেয়ে বাবাই বলব। সে আমাকে সামনে এগোতে সহায়তা করেছে। আমাকে নিয়ে যত বেশি সমালোচনা হয়েছে, সে আমাকে তার চেয়ে বেশি সমর্থন দিয়েছে। সে আমার কাছে সবকিছু ছিল। আমি আগেও বলেছি, লিও মেসি সর্বকালের সেরা। কিন্তু ডিয়েগো হচ্ছে ডিয়েগো। আমার জন্য, আর্জেন্টিনার জন্য এবং বিশ্বের জন্য।’