
আরশ খান ও তানিয়া বৃষ্টি
ছোট পর্দার এই প্রজন্মের অভিনেতা আরশ খানের সঙ্গে একাধিক নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি। একসঙ্গে কাজ করতে গিয়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে, এমনকি তারা বিয়েও করেন! এমন গুঞ্জনও ছড়ায় চারদিকে। কিন্তু এই বিষয়ে তারা কেউই মুখ খুলেননি।
তানিয়া বৃষ্টির ভাষ্যে, ‘আমাদের মধ্যে আসলে প্রেম বা সম্পর্ক এমন কিছু না। আমরা শুরু থেকেই একসঙ্গে অনেক নাটকের শুটিং করেছি। সেই কারণেই অনেকে অনেক কথা বলেন। একসঙ্গে অভিনয় করার কারণে অনেক সময় ফেসবুকে পোস্ট করা বা কিছু লিখেছি। সম্পর্ক বা তেমন কিছু না।’
সম্পর্ক বা গুজবে কান দিচ্ছেন না জানিয়ে অভিনেত্রী বলেন, ‘আমরা একসঙ্গে অনেক নাটকের জুটি হওয়ার কারণে আমাদের সম্পর্ক অনেক ক্লোজ ছিল। আমরা ভাই–ব্রাদার টাইপের ফ্রেন্ড ছিলাম। আমাদের বাসাও কাছাকাছি ছিল। তখন আমাদের অনেক কাজ হয়েছে। এখন আগের মতো আমরা একসঙ্গে অভিনয় করছি না। এখন আমাদের মধ্যে ওই ফ্রেন্ডশিপ নাই।’
‘ঘাসফুল’ সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করেন তানিয়া বৃষ্টি। পরে সিনেমা ছেড়ে নাটকে নিয়মিত হন। তার উল্লেখ্যযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘ছোবল’, ‘লতিফ দপ্তরি’, ‘আইসিইউ’, ‘সব দোষ হোসেন আলীর’, ‘কাছের মানুষ’, ‘জায়গায় খায় জায়গায় ব্রেক’।