12.2 C
Toronto
মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫

কুকুর লেলিয়ে প্রেমিকের মেয়েকে খুন, গ্রেপ্তার প্রেমিকা

কুকুর লেলিয়ে প্রেমিকের মেয়েকে খুন, গ্রেপ্তার প্রেমিকা - the Bengali Times
রটওয়েলার কুকুর

প্রেমিকের মেয়ের বয়স ৯। তাকে খুন করতে নিজের পোষা কুকুর লেলিয়ে দেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার হয়েছেন এক নারী। আহত শিশু জামাইরা সেশনসকে উদ্ধার করেছিল ফ্লোরিডার এক চিকিৎসক দল। পরে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।

দ্য ইন্ডিপেনডেন্টের খবরে বলা হয়, ঘটনাটি গত ১৭ জুনের। সেদিনই প্যারামেডিক্সের দলের কাছে খবর আসে অচেতন এক বালিকাকে পাওয়া গিয়েছে রক্তাক্ত অবস্থায়। অভিযুক্ত টিশেল এলিস মার্টিনের বাড়ির কাছেই দেহটি উদ্ধার হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।

- Advertisement -

খবর পেয়ে বিশ্বাসই করতে পারছিলেন না নিহত বালিকার বাবা। তিনি বেশ কিছুদিন সেখানে ছিলেন না। তাকে সপ্তাহখানেক আগেই তার প্রেমিকা জানান, জামাইরাকে তার মা নিয়ে গিয়েছেন।

নিহত বালিকার লাশের সুরতহাল করে দেখা যায়, তার শরীরে কুকুরের কামড়ের বহু চিহ্ন রয়েছে। কিন্তু ঘটনাটিকে খুন বলে মানতে চাননি তদন্তকারীরা। তদন্ত শুরু হওয়ার মাসখানেক পরে সিসিটিভি ফুটেজ হাতে আসতেই দেখা যায় এক ভয়ানক দৃশ্য।

- Advertisement -

Related Articles

Latest Articles