
ইয়র্ক রিজিয়নের নতুন চিফ মেডিকেল অফিসার হিসেবে ডা. ব্যারি পেকসকে নিয়োগ দেওয়া হয়েছে। ইয়র্ক রিজিয়নাল কাউন্সিল নতুন চিফ মেডিকেল অফিসার হিসেবে তার ঘোষণা করে এবং স্বাস্থ্য মন্ত্রণালয় তা অনুমোদন করেছে। ইয়র্ক রিজিয়নের পক্ষ থেকে শুক্রবার এ তথ্য জানানো হয়েছে।
ইয়র্ক রিজিয়নের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়েন এমারসন এক বিবৃতিতে বলেছেন,
কোভিড-১৯ মহামারি শুরু হওয়ার পর থেকে কমিউনিটির স্বাস্থ্য ও কল্যাণ রিজিয়নাল কাউন্সিলের প্রথম অগ্রাধিকার। সব স্তরের সরকারেই এখনও আমরা জনস্বাস্থ্য বিধি ও বিশেষজ্ঞদের ওপর নির্ভর করে চলছি। ডা. পেকসের নেতৃত্ব নাগরিক ও ব্যবসা প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী আমাদের গুণগত মানের জনস্বাস্থ্য সেবা প্রদানে সক্ষম হবে বলে আমরা বিশ্বাস করি।
ডা. করিম কারজির স্থলাভিষিক্ত হচ্ছেন ডা. পেকস। ডা. করিম গত ৩০ সেপ্টেম্বরে অবসরে গেছেন। ডা. করিমের অবসরের পর ভারপ্রাপ্ত চিফ মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালনকারী ডা. রিচার্ড গোল্ড রিজিয়নের অ্যাসোসিয়েট চিফ মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব চালিয়ে যাবেন বলে রিজিয়নের পক্ষ থেকে বলা হয়েছে।
জনস্বাস্থ্য চিকিৎসক হিসেবে ডা. পেক্স ২০২০ সালের নভেম্বর হিসেবে কোভিড-১৯ মহামারি মোকাবেলায় কাজ করছেন। এর আগে তিনি হল্টন, পিল রিজিয়ন ও মিডলসেক্স-লন্ডন জনস্বাস্থ্য ইউনিটের অ্যাসোসিয়েট চিফ মেডিকেল অফিসারের দায়িত্ব পালন করেন। নুনাভাট জনস্বাস্থ্য বিভাগের ডেপুটি চিফ মেডিকেল অফিসারের দায়িত্বও সামলেছেন তিনি।
ইয়র্ক রিজিয়নের চিফ মেডিকেল অফিসার হিসেবে নিয়োগ পাওয়ার আগে ডা. পেকস ইউনিভার্সিটি অব টরন্টোর ডালা লানা স্কুল অব পাবলিক হেলথের পাবলিক হেলথ অ্যান্ড প্রিভেন্টিভ মেডিসিন রেসিডেন্সি প্রোগ্রামের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।