0.2 C
Toronto
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

কাদের কেন এত কুখ্যাত?

কাদের কেন এত কুখ্যাত?
ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের কেন এত কুখ্যাত? তিনি বোধ হয় এমন একজন নেতা যিনি নিজ দল এবং দলের বাইরে সকলের কাছেই এখন চরম নিন্দিত। একটি কারণ হলো তিনি বা তার সরকার ১৬ বছর ক্ষমতায় থেকেও নিজেদের ব্যর্থতার জন্যে ষোল বছর/বিশ বছর আগের বিএনপি জামাতকে দায়ী করতেন।

শুধু তিনিই নন, তার দলের প্রধান নেত্রী থেকে শুরু করে অনেকেই বিএনপি জামাত বিএনপি জামাত জপ করতেন। এমনকি বিএনপির ফখরুল ইসলাম যতবার না বিএনপির নাম উচ্চারণ করেছেন তার চেয়ে বেশী করেছেন আওয়ামী লীগের কিছু নেতা। এমনও সময় গেছে যখন বিএনপি অনেকটা উধাও, কোন খোঁজ পাওয়া যাচ্ছে না, তখনও মানুষ বিএনপির খোঁজ পেত আওয়ামী লীগের কিছু নেতার বক্তৃতায়।

- Advertisement -

আজ একই ভুল বিপরীত পক্ষের কেউ কেউ করছেন নাতো! আওয়ামী লীগের ১৬ বছরের ইতিহাস তুলে একই অন্যায়ের পুনরাবৃত্তি মানুষ চায় না বলেইতো এত রক্তপাতের মধ্য দিয়ে পরিবর্তন এনেছে।

আসলে কিছু মানুষের নীতি হলো, “তোমরা খাইছো, আমরা খাবো”! বদলী, পদোন্নতি, দখলবাজী, চাঁদাবাজী ইত্যাদি করার সময় এখন নয়। বদলী পদোন্নতি সরকারের যতটুকু প্রয়োজন ততটুকুই তারা করবেন। কারো চাপের মুখে নয়। এসব দাবী দাওয়া, বভুক্ষতার জন্যে আরো কটা দিন অপেক্ষা করতে হবে।

নির্বাচিত সরকার এলে শুরু করে দিয়েন, সমস্যা নাই। দয়া করে এই স্বল্পকালীন অন্তবর্তী সরকারকে রেহাই দিন। তাদের সময় খুবই অল্প। তাদেরকে কেন চাপ দিচ্ছেন? তারা আপনাদের দাবী দাওয়া মানার জন্যে ক্ষমতায় আসে নাই। এবং তাদের সেই দায়ও নেই। তারা গুরুত্বপূর্ণ সংস্কার করবেন, নির্বাচন দিবেন, চলে যাবেন। ভোট দিয়ে যে সরকার আনবেন, যতখুশী তাদের কাছে দাবী দাওয়া পেশ করেন সমস্যা নাই।

স্কারবোরো, কানাডা

- Advertisement -

Related Articles

Latest Articles