0.2 C
Toronto
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

কর্মবিরতি বেড়েছে তিনগুণ

কর্মবিরতি বেড়েছে তিনগুণ
কর্মবিরতি বেড়েছে তিনগুণ

কানাডাব্যাপী বহু ব্যবসা কর্মবিরতির কারণে বিপত্তিতে পড়ছে। শিল্পগুলো উচ্চ সতর্কতায় রয়েছে। কিন্তু অদূর ভবিষ্যতে কি আরও বেশি খাত কর্মবিরতিতে যোগ দিতে পারে?

স্ট্যাটিস্টিকস কানাডার তথ্য অনুযায়ী, ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে কানাডাব্যাপী কর্মবিরতি তিনগুণ বেড়েছে। যদিও ২০১৫ থেকে কোভিড-১৯ মহামারি পর্যন্ত এই কর্মবিরতির প্রবণতা কমের দিকে ছিল।

- Advertisement -

আমার মনে হয় আগামীতে এটা বাড়তেই থাকবে। এই প্রবণতা কমছে না। আমরা এটাকে অব্যাহত থাকতে দেখব এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা তা হলো এটা ঘটছে সব শিল্পেই। উপাত্ত বলছে, চলতি বছরের এখন পর্যন্ত যে সংখ্যক কর্মবিরতির ঘটনা ঘটেছে গত বছরের পুরো সময়ের চেয়ে তা বেশি।

এর পেছনে দুটি কারণ আছে। তা হচ্ছে অর্থনীতি এবং কীভাবে কানাডিয়ানদের ক্রয়ক্ষমতাকে বদলে দিচ্ছে। অনেকদিন পর্যন্ত আমরা উচ্চ মূল্যস্ফীতির মধ্যে বসবাস করেছি। এটা জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও ক্রয়ক্ষমতা সংকটে ভূমিকা রেখেছে। নিয়োগদাতা ও কর্মীদের মধ্যে পরিস্থিতি খারাপ হওয়ার এটা ভালো প্রজনন ক্ষেত্র। এর ফলে কর্মীরা দর-কষাকষিতে যেতে চাইছেন অথবা কর্মবিরতি বেছে নিচ্ছেন।

এটা অর্থনৈতিক অবস্থা, যা এই ঘটনা ঘটতে ভূমিকা রাখছে। কারণ, অনেকগুলো কালেক্টিভ এগ্রিমেন্টের মেয়াদ শেষ হয়ে গেছে। যেমন এয়ার কানাডা পাইলটদের চুক্তির মেয়াদ ছিল দশ বছর। সেই মেয়াদ শেষ হয়ে গেছে, যা গত দশ বছরের মধ্যে প্রথম ঘটনা এবং ২০১৪ সালের পর থেকে পরিস্থিতি ব্যাপক বদলেছে।

ব্যবসা প্রতিষ্ঠানগুলোর উদ্বেগের একটা বড় কারণ হচ্ছে কানাডার রেলওয়ে কর্মীদের বিরোধ। স্টার বিল্ডিং ম্যাটেরিয়ালসের ভাইস প্রেসিডেন্ট মার্ক কেনেডি বলেন, সার্বিকভাবে আমাদের শিল্পের জন্য রেল লাইনের ভূমিকা ব্যাপক। আমাদের ব্যবসাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এটা জরুরি সেবা। রেল কারগুলো যদি প্ল্যান্টে কাঁচামাল না পরিবহন করে তাহলে আমাদের শিল্প বন্ধ হয়ে যাবে এবং আমরা কিছু করতে পারব না। ধর্মঘট যদি শেষ পর্যন্ত আহ্বান করা হয় এবং একটা সময় পর্যন্ত তা স্থায়ী হয় তাহলে আমাদের কাঁচামাল শেষ হয়ে যাবে।

- Advertisement -

Related Articles

Latest Articles