5 C
Toronto
সোমবার, মার্চ ১৭, ২০২৫

‘আর কী চাও?’ অভিষেকের অভিযোগ শুনে ঐশ্বরিয়া

‘আর কী চাও?’ অভিষেকের অভিযোগ শুনে ঐশ্বরিয়া
ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন

বলিউডের অন্যতম চর্চিত জুটি ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন। এক সময় এটা স্পষ্ট ছিল, হাতে আসা বড় সিনেমার প্রস্তাব ফেরাতে নারাজ ছিলেন ঐশ্বরিয়া। বচ্চন পরিবারের বউ ঘনিষ্ঠদৃশ্যে অভিনয় করতে পারবে না এমনই ছিল নির্দেশ। কিন্তু সেই ঝুঁকি নিতে বাধ্য ছিলেন ঐশ্বরিয়া।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, করোনা কালে সকলেই প্রায় বাড়িতে বসে ছিল। নির্দিষ্ট কিছু সেক্টর ছাড়া কোথাও কাজ হচ্ছিল না। প্রথম কোপ পড়েছিল বিনোদন জগতের ওপরই। এ অবস্থায় অভিষেক ভেবেছিলেন কীভাবে কী হবে? সেই পরিস্থিতি খুব যত্নের সঙ্গে সামলেছিলেন ঐশ্বরিয়া।

- Advertisement -

এক সাক্ষাৎকারে অভিষেক বলেছিলেন, ‘করোনার সময় আমার বাবা, মেয়ে, স্ত্রী ও আমি সকলে একই সময় হাসপাতালে ভর্তি হয়েছিলাম। আমি শেষে বাড়ি ফিরেছি। যখন বাড়ি ফিরেছি ঐশ্বরিয়া বলেছিল– তুমি জানো আমরা কত ভাগ্যবান, আমরা এখনও আছি। অনেক পরিবার আছে যারা করোনায় শিকার। কিন্তু আমি বলেছি তুমি ঠিক।’

অভিষেক আরও বলেন, ‘আমি ভাবছিলাম বাড়িতেই বসে আছি, কাজ হচ্ছে না। রোজগার কোথা থেকে হবে? আর ও বলেছিল তুমি একটা সুস্থ পরিবার পেয়েছ, এর থেকে বেশি তুমি কী চাও!’ অর্থাৎ যখন মানুষের জীবন নিয়ে টানাটানি চলছে তখন অভিষেক কাজ না থাকায় চিন্তা করছিলেন!

- Advertisement -

Related Articles

Latest Articles