-2 C
Toronto
সোমবার, মার্চ ১৭, ২০২৫

বন্ধু সুয়ারেজকে নিয়ে আবেগঘন বার্তা মেসির

বন্ধু সুয়ারেজকে নিয়ে আবেগঘন বার্তা মেসির
ছবি সংগৃহীত

লুইস সুয়ারেজের সঙ্গে লিওনেল মেসির সম্পর্ক কারো অজানা নয়। দুজনের সম্পর্ক অনেকটা ভ্রাতৃপ্রতিম। তাই একজনের বিদায়ের ঘোষণায় আরেকজন আবেগতাড়িত হবেন, এটাই স্বাভাবিক।

আন্তর্জাতিক ফুটবল থেকে সুয়ারেজের বিদায় ঘোষণায় তেমনি আবেগতাড়িত হয়েছেন মেসি।

- Advertisement -

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে তাই বন্ধু সুয়ারেজকে লিখেছেন, ‘তুমি অদ্বিতীয় লুইস সুয়ারেজ। মাঠ বা মাঠের বাইরে। আমি তোমাকে অত্যন্ত ভালোবাসি।’

লিভারপুল থেকে ২০১৪ সালে সুয়ারেজ বার্সেলোনায় যোগ দিলে মেসির সঙ্গে তার বন্ধুত্বের শুরু হয়।

পরে সময় অতিবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে তাদের সর্ম্পকটাও আরো দৃঢ় হয়। একসঙ্গে কাতালান ক্লাবে ৭ বছর খেলার পর ২০২০ সালে উরুগুয়ের স্ট্রাইকার আতলেতিকো মাদ্রিদে যোগ দিলেও ছিন্ন হয়নি। বরং বিশেষ দিনগুলোতে একসঙ্গে হতেন তাদের পরিবার। এখন তো দূরত্বটাই শেষ করে দিয়ে একই ক্লাবের হয়ে খেলছেন তারা।

ইন্টার মায়ামিতে এ বছরই যোগ দিয়েছেন ৩৭ বছর বয়সী স্ট্রাইকার। আর মেসি ২০২৩ সাল থেকে মেজর লিগ সকারের ক্লাবে খেলছেন।

জাতীয় দলের হয়ে দীর্ঘ ১৭ বছরের ক্যারিয়ারের বুটজোড়া তুলে রাখার ঘোষণা গতকাল দেন সুয়ারেজ। আগামী শনিবার প্যারাগুয়ের বিপক্ষে ২০২৬ বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচটিই তার ক্যারিয়ারের শেষ ম্যাচ হবে। ঘরের মাঠ মন্টেভিডিওর সেন্টেনারিও স্টেডিয়ামে বিদায় নেবেন তিনি।

অবসর নিয়ে সেদিন সংবাদ সম্মেলনে ১৪২ ম্যাচে ৬৯ গোল নিয়ে উরুগুয়ের সর্বোচ্চ গোলদাতা বলেছেন, ‘শুক্রবার (বাংলাদেশ সময় শনিবার) দেশের হয়ে শেষ ম্যাচ খেলব। সিদ্ধান্ত নেওয়াটা সহজ ছিল না। তবে আমি প্রশান্তি নিয়েই আশা করি যে ক্যারিয়ারের (জাতীয় দল) শেষ ম্যাচ পর্যন্ত আমার সেরাটা দেব।’

- Advertisement -

Related Articles

Latest Articles