16.1 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

বাংলাদেশ-ভারত টেস্ট সিরিজে হামলার হুমকি

বাংলাদেশ-ভারত টেস্ট সিরিজে হামলার হুমকি - the Bengali Times
ছবি সংগৃহীত

পাকিস্তানকে ধবলধোলাই করার পর বাংলাদেশের লক্ষ্য এখন ভারতকে হারানো। ভারতের বিপক্ষে কখনো টেস্টে জয় না পাওয়ার আক্ষেপ ঘোচানোর জন্য মুখিয়ে আছে বাংলাদেশ। এই লক্ষ্যেই আগামী ১৫ সেপ্টেম্বর ভারতের উদ্দেশে দেশ ত্যাগ করার কথা নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমদের।

ভারতের বিপক্ষে দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।

- Advertisement -

কিন্তু সিরিজ শুরুর আগে একটা শঙ্কা দেখা দিয়েছে। দুই দলের দ্বিতীয় টেস্টে হামলা করার হুমকি দিয়েছে ভারতের হিন্দু মহাসভা। এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এবিপি লাইভ।
আগামী ১৯ সেপ্টেম্বর টেস্ট সিরিজ শুরু হবে চেন্নাইয়ে।

আর দ্বিতীয়টি হবে ২৭ সেপ্টেম্বর কানপুরে। কানপুরেই হামলার হুমকি দিয়েছে হিন্দু মহাসভা। ভারতীয় সংবাদমাধ্যমটি তাদের প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশের হিন্দুদের ওপর নির্যাতনের প্রতিবাদে সফরকারী দলের ওপর হামলার হুমকি দিয়েছে হিন্দু মহাসভা। এমন পরিস্থিতে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ম্যাচটি ইন্দোরে সরিয়ে নেওয়ার চিন্তা করছে।

বিসিসিআইয়ের ঘনিষ্ঠ সূত্রগুলি এবিপি লাইভকে জানিয়েছে, এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত না হলেও এমনটা নাকি ভাবা হচ্ছে।

এর আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটির ভেন্যু গোয়ালিয়রেতে যেন ম্যাচ না হয় তার প্রতিবাদ করার ঘোষণা দেয় হিন্দু মহাসভার সহসভাপতি ড. জয়বীর ভরদ্বাজ। ৬ অক্টোবরের ম্যাচ নিয়ে পিটিআইকে ভরদ্বাজ বলেছিলেন, ‘বাংলাদেশে হিন্দুদের গণহত্যা করা হচ্ছে…মন্দির ধ্বংস করা হচ্ছে। তাই, গোয়ালিয়রে ভারত-বাংলাদেশ ক্রিকেট ম্যাচের বিরোধিতা করার সিদ্ধান্ত নিয়েছে হিন্দু মহাসভা।’

সরকার পতনের পরেই সারা দেশে বেশ কিছু জায়গায় সহিংসতার ঘটনা ঘটে। এ সময় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে হামলা চালানো হয় বলে ভারতীয় সংবাদমাধ্যম ও সামাজিক মাধ্যমে তুলে ধরা হয়। পরে অবশ্য ফ্যাক্টচেকে জানা যায়, অধিকাংশ ঘটনাই ছিল মিথ্যা এবং গুঞ্জনে ভরপুর।

- Advertisement -

Related Articles

Latest Articles