3.6 C
Toronto
মঙ্গলবার, এপ্রিল ১, ২০২৫

শেখ হাসিনাকে আপ্যায়নের ভাইরাল ছবি নিয়ে যা জানা গেল

শেখ হাসিনাকে আপ্যায়নের ভাইরাল ছবি নিয়ে যা জানা গেল - the Bengali Times

শেখ হাসিনাকে আপ্যায়নের ভাইরাল ছবি

গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের অবস্থানের পর থেকেই শেখ হাসিনার বর্তমান অবস্থা জানতে সবাই উদগ্রীব। ঠিক এমন সময়ই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেখ হাসিনার একটি ছবি ভাইরাল হয়েছে।

ছবিতে দেখা যাচ্ছে, শেখ হাসিনা খাবার টেবিলে বসে আছেন, আর একজন নারী তাকে খাবার পরিবেশন করছেন। সামনে সাজানো আছে অনেক খাবার। ছবিটি শেয়ার করে দাবি করা হচ্ছে যে ভারতে পালিয়ে আসার পর নাকি তাকে এভাবেই আপ্যায়ন করা হচ্ছে।

- Advertisement -

নেটিজনদের অনেকে এটি শেয়ার দিয়ে বোঝাতে চাচ্ছেন যে, ভারতে শেখ হাসিনাকে আপ্যায়ন করা হচ্ছে। তবে প্রশ্ন উঠেছে ছবিটি কবেকার এবং কোথাকার?

বিভিন্ন ফ্যাক্টচেকিং টুলস এবং সার্চ ইঞ্জিন ব্যবহার করে জানা গেছে, ছবিটি ২০১৯ সালের ১৫ মার্চের। সেদিন মির্জাপুরে কুমুদিনী কমপ্লেক্সের ভারতেশ্বরী হোমসে শহীদ দানবীর রনদা প্রসাদ সাহা স্মারক সম্মাননা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তার জন্য ৩১ পদের বাঙ্গালি খাবারের আয়োজন করেছিলেন কুমুদিনী পরিবার। কাঁসার থালায় খাবার ও কাঁসার গ্লাসে পানি পান করেছিলেন তিনি। সঙ্গে ছিলেন তার ছোট বোন শেখ রেহেনাও। সেই সময় বিভিন্ন গণমাধ্যম এই নিয়ে নিউজও করেছিল।

আত্মগোপন থেকে বেরিয়েই যুবলীগ কর্মীর হামলা!আত্মগোপন থেকে বেরিয়েই যুবলীগ কর্মীর হামলা!
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে যাওয়ার পর থেকে তিনি ভারতে অবস্থান করছেন। প্রাথমিকভাবে তিনি অল্প সময়ের জন্য ভারতে থাকবেন বলে আশা করা হলেও এখন শোনা যাচ্ছে তার যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় নেয়ার প্রচেষ্টা এখনো পর্যন্ত সফল হয়নি। ভারতে হাসিনার অব্যাহত উপস্থিতি অন্তর্বর্তী সরকারের সঙ্গে একটি শক্তিশালী সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে দিল্লির জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে।

- Advertisement -

Related Articles

Latest Articles