4.4 C
Toronto
সোমবার, মার্চ ৩১, ২০২৫

’আমি দুঃখিত’ স্কুলে ৪ জনকে হত্যার আগে মাকে কিশোর

’আমি দুঃখিত’ স্কুলে ৪ জনকে হত্যার আগে মাকে কিশোর - the Bengali Times
মা ও ছেলে

মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়ার অ্যাপালাচি হাইস্কুলে গুলি করে ৪ জনকে হত্যার আগে নিজের মায়ের কাছে ক্ষমা চেয়েছিল অভিযুক্ত ওই স্কুলের ১৪ বছর বয়সী ছাত্র কোল্ট গ্রে। গত বুধবারের ওই হামলায় দুই শিক্ষার্থী ও দুই শিক্ষক নিহত হন। আহত হন আরও অন্তত নয়জন।

তার নানা চার্লস পোলহামাস নিউ ইয়র্ক পোস্টকে বলেন, ঘটনার সময় তার মেয়ে মার্সি গ্রে তার বাড়িতেই ছিল। এমন সময় মার্সি গ্রে তার ছেলে কোল্ট গ্রের কাছ থেকে একটি মেসেজ পেয়েছিলেন। সেখানে লেখা ছিল, “আমি দুঃখিত, মা।”

- Advertisement -

তার নানা বলেন, আমার মেয়ে তার ছেলের কাছ থেকে মেসেজটি পাওয়ার সাথে সাথে তার স্কুলে দ্রুত কল করে তাদের একটি “চরম জরুরি অবস্থা” সম্পর্কে সতর্ক করার চেষ্টা করেছিল।

তার নানা বলেন, “আমার মেয়ে মেসেজটি পাওয়ার পরই ওই স্কুলের কাউন্সেলরকে জানিয়েছিল। সে তাদের বলেছিল এটি একটি চরম জরুরি অবস্থা এবং তারা যেন দ্রুত গিয়ে তার ছেলে কোল্ট গ্রেকে খুঁজে বের করে। ভয়াবহতার আশঙ্কা করে আমার মেয়ে দ্রুত গাড়ি চালিয়ে তার ছেলের স্কুলে যেতে শুরু করে। কিন্তু অর্ধেক পথ যেতেই সে জানতে পারে যে চারজন নিহত হয়েছে। এটি ভয়ঙ্কর। এটা একেবারেই ভয়ঙ্কর।”

তার নানা আরও বলেন, তার মেয়ের জরুরি কল পাওয়ার পর স্কুল কর্তৃপক্ষ বিপর্যয় এড়াতে চেষ্টা করে। স্কুলের একজন কর্মকতা কোল্টের ক্লাসরুমে গিয়েছিলেন। কিন্তু তিনি ক্লাসরুমে প্রবেশ করেন কোল্ট সেখান থেকে বের হওয়ার কয়েক মিনিট পরে।

এদিকে ওই ঘটনায় কোল্ট গ্রের সাথে তার বাবা কোলিন গ্রে কেও গ্রেপ্তার করে অভিযুক্ত করা হয়েছে। গত শুক্রবার কোলিনকেও একইদিনে আদালতের আলাদা শুনানিতে হাজির করা হয়।

কোল্ট গ্রের বিরুদ্ধে হত্যাকাণ্ডের অভিযোগ আনা হয়েছে। কিশোর কোল্টের বিচার হবে প্রাপ্তবয়স্কদের বিচারপ্রক্রিয়ার মতো করে। কারণ, জর্জিয়া রাজ্যের আইনে কৌসুলিরা কিছু কিছু অপরাধের ক্ষেত্রে ১৩ বছরের অপ্রাপ্তবয়স্কের বিরুদ্ধে প্রাপ্তবয়স্কর মতো অভিযোগ আনতে পারেন। ফলে সেক্ষেত্রে আদালতের রায়ে কিশোর দোষী সাব্যস্ত হলে তার প্রাপ্তবয়স্কদের মতো কঠোর সাজা হতে পারে।

বিবিসি-র মার্কিন অংশীদার সিবিএস নিউজকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, কোলিন গ্রে ২০২৩ সালের ডিসেম্বরে তার ছেলের জন্য উপহার হিসেবে এআর-স্টাইল অস্ত্রটি কিনেছিলেন কিনা তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।

পুলিশের রেকর্ড থেকে জানা যায়, কোল্টের মা বাবা বিবাহবিচ্ছেদের প্রক্রিয়াধীন ছিলেন এবং বিচ্ছেদের সময় তিনি তার বাবার সঙ্গেই ছিলেন। তখন ওই কিশোর প্রায়ই তার বাবার সঙ্গে শিকার করতে যেত।

তার নানা নিউ ইয়র্ক টাইমসকে বলেছেন, কোল্টের বাবা মায়ের বিচ্ছেদ তার টালমাটাল জীবনের জন্য খানিকটা হলেও দায়ী। কোল্টের নানা চার্লি পোলহামাস আরও বলেন, ‘আমি বুঝতে পারছি আমার নাতি ভয়ঙ্কর কাজ করেছে। এ নিয়ে কোনো প্রশ্ন নেই এবং তাকে এর মূল্য দিতে হবে।

গত এপ্রিলে মিশিগানে এক কিশোরের জন্য কেনা বন্দুক দিয়ে চার শিক্ষার্থীকে হত্যার দায়ে তার বাবা-মাকে হামলায় জড়িত থাকার দায়ে সাজা দেওয়া হয়। জেমস এবং জেনিফার ক্রাম্বলি উভয়কেই হত্যার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছিল এবং প্রত্যেককে ১০ থেকে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তখন এ মামলাটি নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছিল। কারণ, প্রথমবারের মতো গুলি করার জন্য একজন কিশোরের বাবা মা কে শাস্তি দেওয়া হয়েছিল।

আর এবার কিশোর কোল্টের বাবার বিরুদ্ধে আনা অভিযোগটাও এ ধরনের মামলায় কোনো বাবা-মার বিরুদ্ধে আনা সবচেয়ে গুরুতর পর্যায়ের অভিযোগ বলে মনে করা হচ্ছে।

- Advertisement -

Related Articles

Latest Articles