14.5 C
Toronto
মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫

কাজের বিনিময়ে আমাকে বিছানায় যাওয়ার প্রস্তাব দেওয়া হয়: নয়নতারা

কাজের বিনিময়ে আমাকে বিছানায় যাওয়ার প্রস্তাব দেওয়া হয়: নয়নতারা - the Bengali Times
নয়নতারা

আর জি কর-কাণ্ড ইস্যুতে নতুন করে তোলপাড় ফেলেছে হেমা কমিশনের রিপোর্ট। রিপোর্টে উঠে এসেছে মালয়ালম চলচ্চিত্র জগতে যৌন হেনস্তার একের পর এক অধ্যায়। যেগুলো বেশ নাড়া দিয়েছে গোটা ভারতের বিনোদনপ্রেমীদের। এর পরই যৌন হেনস্তা ইস্যুতে একের পর এক অভিনেত্রী তুলছেন বিস্ফোরক অভিযোগ। যা নিয়ে নিয়মিত তোলপাড় হচ্ছে মিডিয়া। এরইমাঝে দক্ষিণী লেডি সুপারস্টার নয়নতারার একটি পুরনো অভিযোগ নতুন করে আলোচিত হচ্ছে।

অভিনেত্রীকে কাজের বিনিময়ে বিছানায় যাওয়ার প্রস্তাব দেয়া হয় বলে অকপটে স্বীকার করেন নয়নতারা। ভারতীয় গণমাধ্যমে নয়নতারা বলেন, ‘গুরুত্বপূর্ণ চরিত্র দেয়ার পরিবর্তে আমাকে বিছানায় যাওয়ার প্রস্তাব দেয়া হয়। তবে আমি সাহস করে মুখের ওপর সেই প্রস্তাব ফিরিয়ে দিই। কারণ, আমি জানি, নিজের যোগ্যতায় আমি দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেত্রী হয়ে উঠেছি।’

- Advertisement -

আমার কোনো পর্ন ভিডিও বা লিঙ্ক নেই: শিরিন শিলাআমার কোনো পর্ন ভিডিও বা লিঙ্ক নেই: শিরিন শিলা
মালায়ালাম সিনেমা ‘মানসিনাক্কারে’ দিয়ে চলচ্চিত্রে পা রাখেন নয়নতারা। বর্তমানে দক্ষিণী সিনেমার প্রথম সারির অভিনেত্রী তিনি। তাকে সম্প্রতি দেখা গেছে শাহরুখ খানের বিপরীতে ‘জওয়ান’ চলচ্চিত্রে। এটি পরিচালনা করছেন অ্যাটলি কুমার।

২০২২ সালে পরিচালক বিগনেশ শিবানকে বিয়ে করেন নয়নতারা। ক্যারিয়ারের পাশাপাশি দাম্পত্য জীবনে যমজ সন্তান নিয়ে বেশ সুখী জীবনযাপন করছেন এই অভিনেত্রী।

 

- Advertisement -

Related Articles

Latest Articles