6 C
Toronto
শনিবার, মার্চ ১৫, ২০২৫

৫৭ ধাপ পিছিয়ে থাকা দলের কাছেও হারল ব্রাজিল!

৫৭ ধাপ পিছিয়ে থাকা দলের কাছেও হারল ব্রাজিল!
ছবি সংগৃহীত

সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ফুটবলের বর্তমাআন অবস্থা যে কতটা শোচনীয়, তা বলার অপেক্ষা রাখে না। ফিফা র‍্যাংকিংয়ে ৫৭ ধাপ পিছিয়ে থাকা দল প্যারাগুয়ের কাছে তারা হেরে গেল ১-০ ব্যবধানে। এই নিয়ে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের সর্বশেষ ৫ ম্যাচে চারটিতেই হারল ব্রাজিল। পয়েন্ট টেবিলেও তারা নেমে গেছে পাঁচ নম্বরে, শীর্ষে আছে আর্জেন্টিনা।

বাংলাদেশ সময় বুধবার সকালে প্যারাগুয়ের মাঠে অনুষ্ঠিত ম্যাচটির আগে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র বলেছিলেন, তিনি দলকে ২০২৬ বিশ্বকাপের ফাইনালে দেখতে চান। কিন্তু ব্রাজিলের বিবর্ণ ফুটবল দেখে দর্শকদের আশাহত হওয়াই স্বাভাবিক। ম্যাচের শুরু থেকেই তারা এলোমেলো ফুটবল খেলছিল। আক্রমণের ধার তো দেখাই যায়নি। ম‍্যাচে ৭১ শতাংশের বেশি সময় বল দখলে রেখে গোলের জন‍্য ৯ শট নিয়ে কেবল তিনটি লক্ষ‍্যে রাখতে পেরেছে।

- Advertisement -

বছরের প্রথম পরাজয় বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনারবছরের প্রথম পরাজয় বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার
এই সুযোগে ম্যাচের ২০তম মিনিটে এগিয়ে যায় প্যারাগুয়ে। হেডে বল ক্লিয়ার করতে গিয়ে উল্টো বিপদ বাড়ান গাব্রিয়েল মাগালিয়াইস। ডি বক্সের বাইরে বল পেয়ে দূরপাল্লার শটে বল জালে জড়ান দিয়েগো গোমেস। পাঁচ মিনিট পর দারুণ পাল্টা আক্রমণে সমতা প্রায় ফিরিয়ে ফেলেছিল ব্রাজিল। কিন্তু গিলিয়াহমে আরানার শট গোললাইন থেকে ফিরিয়ে দেন ডিফেন্ডার ওমার আলদেরেতে। দ্বিতীয়ার্ধেও উল্লেখযোগ্য কোনো আক্রমণ করতে পারেনি ব্রাজিল। পরাজয় মেনে নিয়েই তারা মাঠ ছাড়ে।

- Advertisement -

Related Articles

Latest Articles