9 C
Toronto
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

পুলিশের জব্দ করা মদের বোতল লুট, ভিডিও ভাইরাল

পুলিশের জব্দ করা মদের বোতল লুট, ভিডিও ভাইরাল
ছবি এনডিটিভি

প্রায় ৫০ লাখ রুপি মূল্যের জব্দ করা শতাধিক মদের বোতল ধ্বংস করার আয়োজন করেছিল পুলিশ। মাটিতে সারি সারি করে রাখা হয়েছিল বোতল। পাশে ছিল এস্কেভেটরও। কিন্তু পুলিশ সদস্যদের উপস্থিতিতে আচমকাই সেখানে হাজির হন কয়েক ডজন মানুষ। তারা একের পর এক মদের বোতল নিয়ে দৌঁড়ে পালিয়ে যান।

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ভারতের অন্ধ্র প্রদেশে। এ ঘটনার একটি ভিডিও সোশ্যালে ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, অন্ধ্র প্রদেশের রাজধানী অমরাবতী থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরের গুন্টুর এলাকায় পুলিশ জব্দ করা মদের বোতল ধ্বংস করার আয়োজন সেরেছিল।

- Advertisement -

এনডিটিভি জানিয়েছে, গুন্টুর ইতুকুরু সড়কের ডাম্পিং ইয়ার্ডে নেওয়া হয়েছিল জব্দ মদের বোতলগুলো। কিন্তু সেখানে আচমকাই ভিড় তৈরি হয়। সেই ভিড়ের মধ্যে থেকে অনেকেই মদের বোতল নেওয়ার জন্য হুড়োহুড়িতে জড়িয়ে পড়েন। অনেকে মদের বোতল নিয়ে পালিয়ে যান। এ সময় পুলিশ কয়েকজনকে আটক করে মদের বোতল ফেরত নেয়। পুলিশ সদস্যদের সাথে তাদের বাগবিতণ্ডাও হয়।

ভিডিওতে দেখা যায়, লোকজন চারদিক থেকে বোতল লুটের চেষ্টা করলেও পুলিশ সদস্যরা বলপ্রয়োগ করেনি। সেখানে কী ঘটেছে তা জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

 

- Advertisement -

Related Articles

Latest Articles