-5 C
Toronto
বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫

সরাসরি বাগানে

সরাসরি বাগানে
সরাসরি বাগানে

কাজ থেকে বাড়িতে পৌঁছে আজ সরাসরি বাগানে গিয়ে বীজ বানানোর কাজ করছিলাম। ইতোমধ্যে বেশ কিছু বীজও তৈরি করেছি। যেমন, করলা, শশা, শিম, টমেটো, নাগা মরিচ, কাঁচা মরিচ ইত্যাদি। লাউয়ের বীজ next ইয়ারে করতে হবে মানে জানুয়ারিতে তৈরি করতে পারব ইনশাআল্লাহ।

কিছুক্ষণ পর আমার husband কাজ থেকে বাড়িতে ফিরলেন। এসেই বললেন, “গাছ থেকে সবচেয়ে ভালো, কচি বড়ো লাউ একটা তুলে দাও ভাইকে দিতে যাব” উনার একজন পরিচিত বাঙালি ভাই আছেন। তাকে দিতে যাবেন। আমি ভালো দেখে লাউ তো তুললামই, সঙ্গে লাউয়ের কচিপাতা ডগাসহ ও কাচাপাকা টমেটোও তুললাম ঐ ভাইকে দেওয়ার জন্য। তিনজন হেল্পার নিয়ে উনি চলে গেলেন সেই ভাইয়ের বাসায় দেওয়ার জন্য।

- Advertisement -

এদিকে গতকাল উনি কাজ থেকে এসেই বললেন, “খুব ভালো দেখে একটা লাউ তুলে দাও একটা ছেলেকে দিতে যাব” ছেলেটা ওনার একজন এমপ্লয়ি। উনি তার ম্যানেজার। ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। তাকে দিয়ে আসলেন। ছেলেটা একটা text message দিয়ে বলল, “স্যার, আজকে রাতে গরুর মাংস দিয়ে লাউটা রান্না করব ইনশাআল্লাহ !”

কর্মক্ষেত্রে ইনারা দুইজনের একজন ম্যানেজার আরেকজন এমপ্লয়ি। কিন্তু বাইরে দুইজন বাঙালি। দুইজন একই ভাষার ও দেশের মানুষ।

আগের বছরগুলোতে দশ-বারোটা করে লাউ হতো। তখন দুই-একটা করে লাউ কাউকে কাউকে দিতাম। এবার আল্লাহর রহমতে পঞ্চাশটার মতো লাউ হয়েছে। এবার দশটার বেশি মানুষের দিতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ। এতে মনে আলাদা শান্তি কাজ করে।

টরন্টো, কানাডা

- Advertisement -
পূর্ববর্তী খবর
পরবর্তী খবর

Related Articles

Latest Articles