
টরন্টোর গৃহহীনরা সাধারণ জনগণের চেয়ে কম বয়সে মারা যাচ্ছেন এবং বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে এই বৈষম্য খারাপ হচ্ছে। নতুন এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে।
ইউনিটি হেলথ টরন্টোর গবেষণায় দেখা গেছে, টরন্টোর গৃহহীনরা যারা গৃহহীন নন তাদের তুলনায় গড়ে ১৭ বছর আগে মারা যাচ্ছেন। যাদের বাড়ি আছে ও বাড়ি নেই তাদের মধ্যকার জীবনকালের ব্যবধান ক্রমেই বাড়ছে।
এই গবেষণায় সবেচেয়ে বিব্রতকর যে বিষয়টি উঠে এসেছে তা হলো বয়স বৈষম্য। এই ব্যবধানটা তাদের মধ্যে কেন্দ্রীভুত নয়, যারা বেশি বয়সে গৃহহীন হচ্ছেন। এটা বেশি দেখা যাচ্ছে তরুণদের মধ্যে।
যাদের বয়স ২৫ থেকে ৪৪ বছর এমন গৃহহীনদের মধ্যে মৃত্যুর ঝুঁকি একই বয়সী গৃহবাসীদের তুলনায় ১৬ গুন বেশি। এটা খুবই বড় পার্থক্য।
গবেষণায় গৃহবাসী ১৬ থেকে ২৫ বছর বয়সীদের মধ্যে কোনো মৃত্যু দেখা যায়নি। যদিও এই বয়সী গৃহহীনদের মধ্যে বেশ কিছু মৃত্যু ঘটেছে।
সাধারণ মানুষের মধ্যে আপনারা যদি তরুণ হয়ে থাকেন তাহলে মৃত্যুর হার অনেক বেশি এবং বয়স বাড়লে মৃত্যুর ঝুঁকি বাড়ে। কিন্তু যারা গৃহহীনতার অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছেন তাদের ক্ষেত্রে এটা সত্য নয়।
নতুন উপাত্ত টরন্টোতে ১৯৯০ এর দশকে যখন গবেষণা পরিচালিত হয়েছিল তখনকার চেয়ে পরিস্থিতি অনেক খারাপ ইঙ্গিত দিচ্ছে। সেখানেও একইরকম অসাম্যতা দেখা গিয়েছিল। মৃত্যুল যে সংখ্যাটি আমরা দেখছি তা অনেক বেশি। এটা নতুন কোনো তথ্য নয়। এই শ্রেণির মধ্যে যে মৃত্যুর হার অনেক বেশি আমরা সবাই তা জানি। এবং অনেক বছর ধরে এটাই চলে আসছে।
সিটি অব টরন্টোর উপাত্ত অনুযায়ী, টরন্টোতে বর্তমানে গৃহহীন অবস্থায় রয়েছেন আট হাজার মানুষ। ২০২৪ সালের এখন পর্যন্ত তাদের মধ্যে ৪৩ জনের মৃত্যু হয়েছে।
This article was written by Sohely Ahmed Sweety as part of the LJI.