
কানাডার অন্টারিওতে কোভিড-১৯ এর নতুন ভ্যারিয়ান্ট ওমিক্রনে আক্রান্ত প্রথম দু’জনকে সনাক্ত করা হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী ক্রিস্টিন এলিয়ট বলেছেন, আক্রান্ত দু’জনই অটোয়ার বাসিন্দা। তারা সম্প্রতি নাইজেরিয়া থেকে ফিরে এসেছেন।
তিনি বলেছেন, অটোয়া পাবলিক হেলথ আক্রান্তদের পর্যবেক্ষণ করছে এবং তাদেরকে আইসোলেশনে রাখা হয়েছে। অন্টারিও’র চীফ মেডিক্যাল অফিসার ডা. কিয়েরেন ম্যুরও বিষয়টি নিশ্চিত করেছেন।
ফেডারেল সরকার সম্প্রতি দক্ষিণ আফ্রিকার সাতটি দেশের নাগরিকদের কানাডা ভ্রমণ নিষিদ্ধ করেছে। কিন্তু নাইজেরিয়া তাদের মধ্যে নেই।
- Advertisement -