7 C
Toronto
শনিবার, মার্চ ১৫, ২০২৫

মেয়ের মাথার ওপর ‘সিসি ক্যামেরা’ লাগালেন বাবা!

মেয়ের মাথার ওপর ‘সিসি ক্যামেরা’ লাগালেন বাবা!
ছবি সংগৃহীত

সন্তানকে সুরক্ষিত রাখা প্রত্যেক বাবা-মায়েরই দায়িত্ব। তাই বলে নজরে রাখতে সন্তানের মাথার ওপর সিসি ক্যামেরা বসানো! এমন কথা কেউ শুনেছেন কখনও?

তবে বাস্তবে এমনটাই ঘটিয়েছেন এক বাবা। কন্যার ওপর নজর রাখতে তার মাথায় সিসি ক্যামেরা বসিয়েছেন তিনি। আর এ ঘটনাটি ঘটেছে পাকিস্তানে।

- Advertisement -

সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনই একটি ভিডিও সম্প্রতি প্রকাশ্যে এসেছে। যদিও ভিডিওটির সত্যতা যাচাই সম্ভব হয়নি।

এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) ভাইরাল সেই ভিডিওতে দেখা যায়, কোনো একজনকে সাক্ষাৎকার দিচ্ছেন এক তরুণী। তার মাথায় সিসি ক্যামেরা আটকানো।

ভিডিওতে ওই তরুণীকে বলতে শোনা যায়, ২৪ ঘণ্টা নজরে রাখতে মাথার ওপর ওই সিসি ক্যামেরা লাগিয়েছেন তার বাবা।

বাবার এমন কাণ্ডে কী তার কোনো আপত্তি ছিল? এ প্রশ্নের জবাবে ওই তরুণী বলেন, বাবা যা সিদ্ধান্ত নিয়েছেন, তা আমার ভালোর জন্যই। এ সিদ্ধান্তে আমার কোনো আপত্তি ছিল না।

তার বাবার চিন্তিত হওয়া যে সঙ্গত, তা বোঝানোর জন্য সম্প্রতি করাচিতে ঘটে যাওয়া একটি দুর্ঘটনার কথা উল্লেখ করেন তিনি।

এক্স হ্যান্ডল ‘ঘর কা কলেশ’ থেকে পোস্ট করা ওই ভিডিওটি ইতোমধ্যেই বহু মানুষ দেখেছেন। ভিডিওটিকে কেন্দ্র করে হইচইও শুরু হয়েছে সামাজিক মাধ্যমে। অনেকেই ভিডিওটি দেখে মজার মজার মন্তব্য করেছেন। আবার সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের একাংশ ভিডিওটি দেখে নারী সুরক্ষা নিয়ে উদ্বেগের কথাও জানিয়েছেন।

- Advertisement -

Related Articles

Latest Articles