0.2 C
Toronto
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

কানাডা ও বাংলাদেশের রাজনীতি

কানাডা ও বাংলাদেশের রাজনীতি
কানাডা ও বাংলাদেশের রাজনীতি

স্বৈরাচার পতনই যে শেষ কথা নয় তা বার বার প্রমানিত হয়েছে বাংলাদেশে। কানাডা, আমেরিকা, নিউজিল্যান্ড, অষ্ট্রেলিয়া সহ পৃথিবীতে অসংখ্য দেশ রয়েছে যেসব দেশে এক বা দুই জাতির মানুষ বাস করে না। এসব উন্নত দেশে বাস করে অসংখ্য ভিন্ন বর্ণ, ধর্ম, গোত্র জাতির মানুষ। সাদা, কালো, বাদামী, হলুদ বর্ণ ছাড়াও হাজারো ধর্মের মানুষ মোটামুটি শান্তিতে দীর্ঘদিন যাবত পাশাপাশি বাস করছে। এসব মানুষের আবার রয়েছে ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলের প্রতি আনুগত্য। এতসব ভিন্নতা সত্তেও কিভাবে সম্ভব এসব পরস্পর বিপরীত চরিত্রের মানুষের শান্তিপূর্ণ বসবাস? এর মুল কারণ গনতান্ত্রিক শাসন ব্যবস্হা। আইনের শাসন।

অথচ বাংলাদেশে সিংহভাগ মানুষ একই ধর্ম বর্ণ ও জাতির হওয়া সত্তেও হাজারো ভাগে বিভক্ত। এমন কোন ইস্যু নেই যাতে তারা বিভক্ত নয়। এইসব বিভক্তির তালিকা যদি এখানে দেই তাহলে লেখাটা দীর্ঘ হয়ে যাবে।

- Advertisement -

এত রক্তক্ষয় ও শহীদের আত্মাহুতির বিনিময়ে ইউনুস সরকারের প্রতিষ্ঠার পর ধারনা করা হয়েছিল পাল্টা প্রতিবিপ্লব বা ষড়যন্ত্র যা কিছুই আসবে তা আসবে শুধুই সাবেক সরকার বা আওয়ামী লীগের অনুগতদের পক্ষ থেকে। কিন্তু অবাক হয়ে দেখছি তার বিপরীত চিত্র।

আওয়ামী লীগের বাইরেও অনেকের তৎপরতা বর্তমান ইউনুস সরকারকে ব্যর্থ করে দেবার জন্যে যথেষ্ট। ইউনুস সরকারের মুল কাজ সংস্কার করে নির্বাচন দিয়ে গনতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে বিদায় নেয়া। কিন্তু সেইজন্যে তাদেরকে কমপক্ষে এক বছর শান্তিতে কাজ করার সুযোগ দেয়া দরকার। কিন্তু বিগত চল্লিশ দিনে আমরা দেখলাম মামলা, গ্রেফতার, প্রশাসনিক রদবদল থেকে শুরু করে এমন সব কাজ কারবার, এমনসব বক্তব্য বিবৃতি যা এই সরকারকে ব্যর্থ করে দেবার জন্যে যথেষ্ট। এগুলো মুলত সাবেক ফ্যাসিবাদী সরকারকে ফিরিয়ে আনার হাতকেই শক্তিশালী করবে, অন্য কিছুই অর্জিত হবে না।

ভারতের সাথে সম্পর্ক, প্রতিপক্ষের বিরুদ্ধে মামলা গ্রেফতার, জোর জবরদস্তিমুলকভাবে নিজেদের দলীয় মতাদর্শের লোকদেরকে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে পদায়ন করার চেষ্টা, কিংস পার্টি খোলার চেষ্টা, আইনকে তার স্বাভাবিক গতিতে কাজ করতে না দিয়ে হুমকি ধামকি দিয়ে অমুককে গ্রেফতার তমুককে হেয় করা, ব্যাংক বীমার পরিচালনা পর্ষদ জোরপূর্বক দখল করা, প্রকৃত অপরাধীদেরকে পালিয়ে যাবার সুযোগ করে দেয়া, অপরাধী ছাড়াও যাকে তাকে ঢালাওভাবে গ্রেফতার করার দাবী জানিয়ে সরকারের সীমিত ক্ষমতাকে নড়বড়ে করে দেবার প্রচেষ্টা শহীদের আত্মাহুতির মুল কারণ সংস্কার করে গনতন্ত্র প্রতিষ্ঠার প্রচেষ্টাকে নস্যাৎ করে দেবে এতে কোন সন্দেহ নেই।

স্কারবোরো, কানাডা

- Advertisement -

Related Articles

Latest Articles