5.2 C
Toronto
বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫

দুর্নীতির বিরুদ্ধে সংগ্রামে নতুন আশা

দুর্নীতির বিরুদ্ধে সংগ্রামে নতুন আশা
ড ইয়াহ্ইয়া আখতার

খবরটি শুনে খুব খুশি ও আনন্দিত হলাম। ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতারকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি দুর্নীতির বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন। আমি যখন টিআইবিতে কাজ করতাম, ১৯৯৯ সালে টিআইবির প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ব্যারিস্টার মনজুর হাসানের সঙ্গে আমরা দুজন স্যারের চট্টগ্রাম বাসায় গিয়েছিলাম। উদ্দেশ্য ছিল ইয়াহ্ইয়া স্যারকে আমাদের কাজে সম্পৃক্ত করা, এবং তিনি তা ভালোভাবেই করেছেন।

ড. ইয়াহ্ইয়া আখতার ২০০৪ সালে টিআইবির ফেলোশিপ নিয়ে ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওপর একটি গবেষণা করেছিলেন। গবেষণায় উন্মোচিত হয়েছিল এ দুই বিশ্ববিদ্যালয়ে দুর্নীতির ভয়াবহ চিত্র। আমার মনে হয়, গত ২০ বছরে এসব বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি কমেনি, বরং আরও বেড়েছে। শিক্ষক নিয়োগ থেকে প্রশাসনের প্রতিটি স্তরে দুর্নীতির শাখা-প্রশাখা বিস্তার লাভ করেছে।

- Advertisement -

স্যার, আপনি পারবেন কি না জানি না, তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আপনার আন্তরিকতায় কোনো অভাব থাকবে না। আপনার দীর্ঘায়ু ও সাফল্য কামনা করছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে আপনার নিয়োগের খবর আমাকে শুধু খুশিই করেনি, আমি বেশ উৎসাহিতও হয়েছি। আমরা আশাবাদী, আপনার নেতৃত্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বৈশ্বিক র‌্যাংকিংয়ে সম্মানজনক অবস্থানে পৌঁছাবে। আপনাকে অভিনন্দন।

স্কারবোরো, কানাডা

- Advertisement -

Related Articles

Latest Articles