9.9 C
Toronto
রবিবার, মার্চ ১৬, ২০২৫

গোপনে সালমানের বাড়িতে যেতেন ঐশ্বরিয়া!

গোপনে সালমানের বাড়িতে যেতেন ঐশ্বরিয়া!
ঐশ্বরিয়া রাই এবং সালমান খান

দুই যুগ পরও আলোচনার কেন্দ্রবিন্দুতে ঐশ্বরিয়া রাই এবং সালমান খানের অসমাপ্ত প্রেম। সঞ্জয় লীলা বানসালির ‘হাম দিল দে চুকে সনম’ ছবির সেট থেকে নায়ক-নায়িকার প্রেমপর্বের শুরু। তবে সেই সময় ভাইজান অন্য একজনের সঙ্গে সম্পর্কে ছিলেন, যার নাম সোমি আলি।

সম্প্রতি এক সাক্ষাত্‍কারে সেই পুরনো দিনের ঘটনা প্রকাশ্য়ে আনেন সোমি। তিনি জানান, অনেক দিন আগে থেকেই তিনি আঁচ করছিলেন কিছু একটা ঘটছে। সালমনের বাড়ির জিমে হঠাত্‍ই আসতে শুরু করেন নায়িকা। তখনই বুঝতে পেরেছিলেন তার আর সালমনের সম্পর্কের মাঝে তৃতীয় ব্যক্তি আসতে চলেছেন।

- Advertisement -

সঞ্জয়ের ছবির শুটিংয়ের সময় থেকেই দুরত্ব বাড়তে থাকে সালমান এবং সোমির মধ্য়ে। তিনি বলেন, ‘শুটিংয়ের সময় আমি একবার সালমানকে ফোন করেছিলাম। কিন্তু ও ফোন ধরেনি। তখন আমি সঞ্জয়কে ফোন করি। উনি বলেছিলেন সালমান নাকি তখন শুটিং করছেন। এটা কী করে সম্ভব? পরিচালক ফোন তুলে কথা বলতে পারছেন। এদিকে ও পারছে না।’ খবর টিভি৯বাংলার।

সে সময় সোমির সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন ভাইজান। তারপরেও ঐশ্বরিয়ার যাতায়াত বাড়ে তার বাড়িতে। তাদের দুজনের মধ্য়ে যে সম্পর্ক তৈরি হয়েছে বাড়ির গৃহকর্মীদের থেকে খবর পেতেন। সোমি বলেন, ‘বুঝতে পেরেছিলাম এবার আমার সরে যাওয়ার সময় এসেছে।’ যদিও সালমান-ঐশ্বরিয়ার সম্পর্কও ভেঙে যায় ২০০২ সালে।

 

- Advertisement -

Related Articles

Latest Articles