![সূর্য হঠাৎ হারিয়ে গেলে কী হবে? সূর্য হঠাৎ হারিয়ে গেলে কী হবে?](https://www.thebengalitimes.com/wp-content/uploads/2024/09/SUN.jpg)
সূর্য আমাদের সৌরজগতের প্রাণকেন্দ্র। এর আলো ও তাপ ছাড়া পৃথিবীতে জীবন অসম্ভব। কিন্তু যদি কল্পনা করা হয়, হঠাৎ একদিন সূর্য হারিয়ে গেল, তাহলে কী ঘটবে? এটি এক অদ্ভুত চিন্তা, কিন্তু বিজ্ঞানের আলোকে এই কল্পনাকে বিশ্লেষণ করলে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে পারি।
যদি সূর্য হঠাৎ হারিয়ে যায়, আমরা সঙ্গে সঙ্গে তা বুঝতে পারব না।
কারণ, পৃথিবী থেকে সূর্য প্রায় ১৫ কোটি কিলোমিটার দূরে, এবং সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে প্রায় ৮ মিনিট ২০ সেকেন্ড সময় লাগে। তাই, সূর্য হারিয়ে গেলেও আমরা ৮ মিনিট ২০ সেকেন্ড পর্যন্ত আলোর উৎস পেতে থাকব। এমনকী পৃথিবী সূর্যের মহাকর্ষীয় টানও অনুভব করবে ৮ মিনিট ২০ সেকেন্ড পর্যন্ত। এরপর সূর্যের মাধ্যাকর্ষণ হারিয়ে যাওয়ার পর পৃথিবী এবং অন্যান্য গ্রহগুলো সরাসরি মহাকাশে ছুটতে শুরু করবে।
সূর্যের আলো এবং তাপ ছাড়া পৃথিবীর তাপমাত্রা দ্রুত কমতে শুরু করবে। প্রথম দিনগুলোতে হয়তো তাপমাত্রা অনেক বেশি কমবে না, কারণ পৃথিবীর বায়ুমণ্ডল কিছু তাপ ধরে রাখতে সক্ষম। কিন্তু সূর্যের অভাবে তাপমাত্রা দ্রুত হিমাঙ্কের নিচে নেমে যাবে।
সমুদ্রগুলোতে প্রথমে তাপের অভাবে বরফ জমতে শুরু করবে। শুরুতে সমুদ্রের ওপরের স্তর বরফ হয়ে যাবে, কিন্তু নিচে তরল পানি থাকবে, কারণ ভূগর্ভীয় তাপের কারণে সমুদ্রের গভীরে কিছু তাপ থেকে যাবে। তবে কয়েক হাজার বছরের মধ্যে সমুদ্রের সব পানি সম্পূর্ণভাবে জমে বরফ হয়ে যাবে।
সূর্যই পৃথিবীর একমাত্র আলোর প্রধান উৎস। সূর্য ছাড়া রাতের আকাশ চিরতরে অন্ধকারে ঢেকে যাবে। তবে কিছুদিন পর্যন্ত চাঁদ থেকে প্রতিফলিত হওয়া সূর্যের আলো আমরা দেখতে পাব, কিন্তু তারপর চাঁদও অন্ধকার হয়ে যাবে। আর রাতের আকাশে দেখা যাবে শুধু দূরবর্তী তারকারা।
সূর্যের অভাবে পৃথিবীর অধিকাংশ প্রাণী খুব দ্রুত বিলুপ্ত হবে। উদ্ভিদগুলোর বেঁচে থাকা অসম্ভব, কারণ তারা সালোকসংশ্লেষণ) প্রক্রিয়ায় সূর্যের আলো ব্যবহার করে খাদ্য তৈরি করে। প্রাণীকুলের খাদ্য চক্র ভেঙে পড়বে এবং অধিকাংশ প্রাণী মারা যাবে তাপ ও খাদ্যের অভাবে।
তবে কিছু বিশেষ ধরনের প্রাণী, যেমন গভীর সমুদ্রের তলদেশে থাকা জীব, যারা ভূগর্ভীয় তাপ থেকে শক্তি সংগ্রহ করে, তারা কিছুদিন পর্যন্ত টিকে থাকতে পারে। এছাড়া, মানুষ হয়তো ভূগর্ভে বা ভূগর্ভীয় তাপ কেন্দ্রগুলোর সাহায্যে কিছুদিন বেঁচে থাকতে পারবে, কিন্তু দীর্ঘমেয়াদে তা অসম্ভব হবে।
সূর্যই আমাদের সৌরজগতের কেন্দ্রে থাকা প্রধান গ্রহগুলোর কক্ষপথ স্থির রাখে। সূর্যের মাধ্যাকর্ষণ শক্তি হঠাৎ হারিয়ে গেলে, পৃথিবীসহ সব গ্রহ মহাশূন্যে ছুটতে শুরু করবে। তারা আর সূর্যের চারপাশে আবর্তন করবে না, বরং একে অপর থেকে দূরে সরে গিয়ে মহাকাশে ছড়িয়ে পড়বে।
সূর্য ছাড়া পৃথিবী ও জীবনের অস্তিত্ব কল্পনা করা অসম্ভব। সূর্য আমাদের জীবনের জন্য যেমন অপরিহার্য, তেমনি এটি আমাদের সৌরজগতের স্থিতিশীলতাও বজায় রাখে। বিজ্ঞান আমাদের শেখায়, সূর্য ছাড়া পৃথিবী খুব দ্রুত অন্ধকার, ঠান্ডা এবং প্রাণহীন গ্রহে পরিণত হবে। সুতরাং, সূর্য আমাদের অস্তিত্বের মূল ভিত্তি, এবং এর অভাব মানেই পৃথিবীর ধ্বংস।