8.2 C
Toronto
মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫

সাকিব-কোহলির খুনসুটি নিয়ে যা বললেন মালিঙ্গা

সাকিব-কোহলির খুনসুটি নিয়ে যা বললেন মালিঙ্গা - the Bengali Times
ছবি সংগৃহীত

বাংলাদেশ ও ভারতের মধ্যকার চেন্নাই টেস্ট চলাকালে হঠাৎ আলোচনায় সাবেক লংকান পেসার লাসিথ মালিঙ্গা! ভারতের দ্বিতীয় ইনিংস চলাকালে সাকিব আল হাসানের বোলিং দেখে মালিঙ্গার কথা মনে পড়ে বিরাট কোহলির। এবার তাকে নিয়ে সাকিব-কোহলির খুনসুটির ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন এই লংকান পেসার।

চেন্নাই টেস্টের দ্বিতীয় দিন বিকেলে কোহলিকে টানা দুটি ইয়র্কার লেংথে বল করেন সাকিব। ওভার শেষ হওয়ার পর কোহলি নন স্ট্রাইকে দাঁড়িয়ে সাকিবকে জিজ্ঞেস করেন, ‘মালিঙ্গা হয়ে গেলে নাকি? ইয়র্কারের পর ইয়র্কার মারছ?’

- Advertisement -

সামাজিক মাধ্যমে এ ঘটনার ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ে। সেখানে সাকিবের উদ্দেশে কোহলিকে একাধিকবার ‘মালিঙ্গা’ বলতে শোনা গেছে।

ভারতীয় সংবাদমাধ্যম আজকাল-এর প্রতিবেদনে বলা হয়, কোহলি শুরুতে সাকিবকে ‘তুমি আমার মাল্লি’ বলে সম্বোধন করেন। সাকিব সম্ভবত কথাটি প্রথমে বুঝতে পারেননি। কৌতূহলের দৃষ্টিতে তাকালে কোহলি তখন মালিঙ্গার প্রসঙ্গ টানেন।

সামাজিক মাধ্যম এক্স-এ সে ঘটনার একটি ভিডিও রিপোস্ট করে মালিঙ্গা লিখেছেন, ‘নিয়ামাই মাল্লি’। সিংহলিজ ভাষায় ‘নিয়ামাই’ বলতে বোঝানো হয় ‘চমৎকার’, বা ‘দারুণ’। আর ‘মাল্লি’ বলতে বোঝানো হয় ‘ভাই’।

বোঝাই যাচ্ছে, ইয়র্কার নিয়ে কোহলি-সাকিবের রসিকতায় আনন্দ পেয়েছেন মালিঙ্গা।

- Advertisement -

Related Articles

Latest Articles