
চেন্নাই টেস্টের একটি মুহূর্তে সাকিব আল হাসান
চেন্নাই টেস্টের শুরু থেকেই সাকিব আল হাসানকে নিয়ে শুরু হয়েছিল জল্পনা। তার বোলিং আর ব্যাটিং দেখে মোটেও স্বাভাবিক মনে হচ্ছিল না। সময় গড়ানোর পর ধারাভাষ্যকারেরা জানান, সাকিবের আঙুলে অস্ত্রোপচার হয়েছে! সেটা নিয়েই তিনি খেলছেন। আজ ২৮০ রানের বিশাল ব্যবধানে হারের পর অধিনায়ক নাজমুল হোসেন জানালেন, সাকিবের আঙুল ফেটে রক্তও বের হয়েছে!
অশ্বিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের ভাষা নেই রোহিতেরঅশ্বিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের ভাষা নেই রোহিতের
সাকিবের আঙ্গুলে অস্ত্রোপচার হওয়ার খবরটা দিয়েছিলেন ধারাভাষ্যকার মুরালি কার্তিক। তামিম ইকবালও বলেছিলেন, এমন কিছু হলে সাকিবের জানানো উচিত ছিল। আজ রবিবার ম্যাচের চতুর্থ দিন সকালে সাকিবকে দেখা গেছে আঙ্গুলে টেপ প্যাঁচাতে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এর কারণ জানালেন অধিনায়ক শান্ত, ‘তার আঙ্গুলে টেপ প্যাঁচানো হচ্ছিল কারণ সেসময় তার আঙ্গুল থেকে রক্ত বের হচ্ছিল। তার গ্লাভসে বল লেগেছিল।’
এমন পরাজয়েও ইতিবাচক দিক খুঁজে পেলেন নাজমুলএমন পরাজয়েও ইতিবাচক দিক খুঁজে পেলেন নাজমুল
চোখের সমস্যার কারণে ব্যাটিংটা অনেকদিন ধরেই বাজে হচ্ছে সাকিবের। চেন্নাইয়ে হেড পজিশন ঠিক রাখতে তাকে হেলমেটের স্ট্র্যাপ কামড়ে ধরে ব্যাটিং করতে দেখা গেছে। পাকিস্তান সিরিজ এমনকী সারের হয়ে কাউন্টিতেও সাকিব ভালো বোলিং করেছিলেন। কিন্তু চেন্নাইয়ে বল হাতেও সাকিব পুরোপুরি ব্যর্থ। ওভার প্রতি গড়ে ছয়ের বেশি হারে রান দিয়েছেন।
বাংলাদেশের ক্রিকেটের পোস্টার বয় এখন ফর্ম হারিয়ে ফেলেছেন। এমন পারফর্মেন্সের পরও আনফিট সাকিব কানপুর টেস্টে কি ফের খেলানো হবে? প্রশ্নটা শুনে শান্ত হেসে বললেন, ‘খুব সাহসী প্রশ্ন! মাশাআল্লাহ্!’ এরপর সরাসরি কিছু না বললেও বুঝিয়ে দিয়েছেন উত্তরটা, ‘অধিনায়ক হিসেবে আমি যেটা দেখি, শুধু সাকিব ভাই বলে বলছি না, আমি দেখি যে কে কতটুকু কষ্ট করছে এবং কামব্যাক করার জন্য যা যা দরকার, সে কাজগুলো করছে কি না, দলের প্রতি ইন্টেনশনটা কী রকম। এই জিনিসগুলো আমি খেয়াল রাখি। আমি চেষ্টা করি, ওই ক্রিকেটার দলকে দেওয়ার জন্য কতটুকু প্রস্তুত, শতভাগ কি না।’
ভারত সফররত বাংলাদেশ দলে আরও দুজন স্পিনার আছেন- তাইজুল ইসলাম এবং নাঈম হাসান।