1 C
Toronto
মঙ্গলবার, এপ্রিল ১, ২০২৫

বিয়ের ১৯ দিনের মাথায় তিস্তায় মিলল জ্যোসনার লাশ

বিয়ের ১৯ দিনের মাথায় তিস্তায় মিলল জ্যোসনার লাশ - the Bengali Times
জ্যোসনা খাতুন

বিয়ের মাত্র ১৯ দিনের মাথায় লালমনিরহাটে জ্যোসনা খাতুন নামের এক নববধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার (২২ সেপ্টেম্বর) সকালে আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের চৌরাহা মাদ্রাসা এলাকা থেকে তিস্তা নদীতে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, নিহত মেয়েটির হাত মেহেদি রাঙানো এবং লেখা আছে ‘আই লাভ ইউ’। দুই হাত পেছন দিকে ওড়না দিয়ে বাঁধা এবং কালো রঙের বোরখা পরা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। তার মুখ অ্যাসিড দিয়ে ঝলসানো ছিল। ধারণা করা হচ্ছে ঘাতকরা তাকে মেরে হাত বেঁধে মুখ অ্যাসিডে ঝলসে ঢেলে দেয়।

- Advertisement -

এ ঘটনায় মেয়েটির চাচা সহর আলী বাদী হয়ে আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকালে নীলফামারীর ডিমলা থানায় হত্যা মামলা দায়ের করেছেন। নববধূ জ্যোসনা খাতুন নীলফামারীর ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নের পূর্ব খড়িবাড়ি গ্রামের কৃষক জহর আলীর মেয়ে। আগামী বছর জ্যোসনার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। সে গ্রামের টেপাখড়িবাড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। কিন্তু বখাটেদের জন্য বাবা মেয়ের বিয়ে দিয়ে দেন।

জানা যায়, জ্যোসনার সাথে ১৯ দিন আগে বিয়ে হয় নীলফামারীর ডিমলা উপজেলার ঝুনাগাছচাঁপানী ইউনিয়নের ছাতুনামা সোনাখুলী গ্রামের মোহম্মদ আলীর ছেলে জাহিদ মিয়ার (২০)। শুক্রবার (২০ সেপ্টেম্বর) জ্যোসনার চাচাতো বোনের বিয়ের অনুষ্ঠানে সে স্বামীসহ বাবার বাড়ি এসেছিল। দুপুরে বিয়ের দাওয়াত খায় জ্যোসনা ও তার স্বামী। বিকালে বরযাত্রী আসার আগেই স্বামীকে বাবার বাড়িতে রেখে পুনরায় চাচাতো বোনের বাড়ির দিকে একাই রওনা দেয় জ্যোসনা। এরপর থেকেই সে নিখোঁজ হয়। এ সময় তার মোবাইল বন্ধ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে কোনো বখাটে যুবক মেয়েটিকে অপহরণ করে হত্যা করে তিস্তা নদীতে ফেলে দেয়।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ কুমার রায় জানান, এ ঘটনায় মেয়েটির চাচা সহর আলী রবিবার রাতে ডিমলা থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশের পক্ষে আসামিদের চিহ্নিত করার জন্য তিস্তা এলাকায় জোরদার অভিযান পরিচালনা অব্যাহত রাখা হয়েছে।

 

- Advertisement -

Related Articles

Latest Articles