
রবিচন্দ্রন অশ্বিন ও তার স্ত্রী প্রীতি
ঘরের মাঠ চেন্নাইয়ে বাংলাদেশের বিপক্ষে ২৮০ রানে জয়ের ম্যাচসেরা হয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। প্রথম ইনিংসে দুর্দান্ত সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে বল হাতে ৬ উইকেট নিয়ে একাই গুঁড়িয়ে দিয়েছেন নাজমুল হোসেন শান্তদের। ম্যাচসেরা হওয়ার পর স্ত্রী প্রীতির সঙ্গে মজার এক সাক্ষাতকারে দেখা গেল তাকে। সেখানে তিনি জানালেন, সেঞ্চুরির পর না তাকানোয় কীভাবে স্ত্রীর অভিযোগ শুনতে হয়েছিল।
অশ্বিনের ঘরের মাঠ চেন্নাইয়ে টেস্ট ম্যাচটি দেখতে তার পরিবারের সদস্যরা গ্যালারিতে উপস্থিত ছিলেন। ভারতের স্পিনিং অল-রাউন্ডার তাদের নিরাশ করেননি। দল যখন ১৪৪ রান তুলতেই ৬ উইকেট হারিয়েছিল, তখন প্রাচীর হয়ে দাঁড়িয়ে খেলেন ১১৩ রানের ইনিংস। রবীন্দ্র জাদেজার সঙ্গে সপ্তম উইকেটে ১৯৯ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় ভারত। এরপর ৬ উইকেট নিয়ে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস একাই গুঁড়িয়ে দেন।
গোল উৎসব করে বার্সেলোনার ‘হেক্সা’ জয়গোল উৎসব করে বার্সেলোনার ‘হেক্সা’ জয়
ম্যাচ শেষে বিসিসিআইয়ের একটি সাক্ষাতকারে দেখা যায় অশ্বিন, তার স্ত্রী প্রীতি এবং দুই কন্যাকে। প্রীতি নিজেদের দেখিয়ে বলেন, ‘তোমার কি মনে হয় যে এই এনার্জিও তোমার এনার্জি বাড়িয়ে দেয়?’ জবাবে অশ্বিন বলেন, ‘ওর (স্ত্রীকে দেখিয়ে) অভিযোগ ছিল ম্যাচের প্রথম দিনে কেন ওর দিকে তাকাইনি (হাসি)। আমি আসলে ওদের দেখতে পাইনি। যখন ম্যাচ খেলতে নামি, তখন পরিবারের দিকে তাকানোটা কঠিন। তবে আমি এখন মনে করে পরিবারের দিকে তাকাই। কারণ বাচ্চারা বলতে থাকে যে কেন আমাদের হাই বলোনি?’