0.2 C
Toronto
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

টি-টোয়েন্টিতে সাকিবের যেসব কীর্তি বিশ্বে আর কারও নেই

টি-টোয়েন্টিতে সাকিবের যেসব কীর্তি বিশ্বে আর কারও নেই
বাংলাদেশ ক্রিকেটের নক্ষত্র সাকিব আল হাসান ছবি সংগৃহীত

ব্যতিক্রমী কিছু না ঘটলে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে বিতর্কিত সেই ম্যাচটিই এই ফরম্যাটে সাকিবের শেষ আন্তর্জাতিক ম্যাচ হয়ে যাবে। কারণ, টেস্টের সাথে টি-টোয়েন্টি থেকেও সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। অবশ্য ভবিষ্যতে দলের প্রয়োজনে তিনি ফেরার ইঙ্গিতও দিয়েছেন এই ফরম্যাটে। বাকি দুই ফরম্যাটের মতো সাকিবের টি-টোয়েন্টি ক্যারিয়ারও ছিল বর্ণাঢ্য।

২০০৬ সালে টি-টোয়েন্টি অভিষেক হয়েছিল সাকিবের। দেশের হয়ে খেলেছেন ১২৯টি ম্যাচ। ব্যাট হাতে ১৩ ফিফটি এবং ২৩.১৯ গড়ে করেচেন ২ হাজার ৫ শত ৫১ রান। তার স্ট্রাইকরেট ১২১.১৮। ছক্কা মেরেছেন ৫৩টি আর বাউন্ডারি ২৫৮টি। ক্যাচ নিয়েছেন ৩১টি। বল হাতে মাত্র ৬.৮১ ইকনোমিতে নিয়েছেন ১৪৯ উইকেট। বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে এই ফরম্যাটে সাকিবের ২৫০০ রান আর শতাধিক উইকেট আছে।

- Advertisement -

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১২বার ম্যাচসেরা হয়েছেন সাকিব। বাংলাদেশে তার ধারেকাছেও কেউ নেই। বিশ্বের বিচারে সাকিবের অবস্থান ৯ নম্বরে। ১৬বার ম্যাচসেরা হয়ে শীর্ষে আছেন ভারতের সূর্যকুমার যাদব। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি সিরিজসেরা হয়েছেন সাকিব আল হাসান। তিন সংস্করণ মিলে তিনি ১৭ বার ম্যান অব দ্য সিরিজ হয়েছেন।

দেশত্যাগের নিশ্চয়তা পেলেই দেশে ফিরবেন সাকিবদেশত্যাগের নিশ্চয়তা পেলেই দেশে ফিরবেন সাকিব
২০০৭ সালে শুরু হয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ। এরপর ২০২৪ সাল পর্যন্ত ৯টি আসর হয়েছে। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে তিনি সবগুলো বিশ্বকাপ খেলেছেন। বিশ্বকাপে মোট ৪৩ ম্যাচে ৮৩৫৩ রানের পাশাপাশি নিয়েছেন ৫০ উইকেট। বিশ্বকাপ ম্যাচের সংখ্যায় তার ওপর আছেন কেবল ভারতের রোহিত শর্মা (৪৭)। উইকেট শিকারে সাকিবই বিশ্বের সেরা। ৩৯ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি সময় নাম্বার ওয়ান অলরাউন্ডার হওয়ার রেকর্ডটিও তার দখলেই।

 

- Advertisement -

Related Articles

Latest Articles