2.6 C
Toronto
সোমবার, মার্চ ১৭, ২০২৫

সাকিবের অবসর নিয়ে জাহারা মিতুর আক্ষেপ

সাকিবের অবসর নিয়ে জাহারা মিতুর আক্ষেপ
সাকিব আল হাসান ও জাহারা মিতুসংগৃহীত

কানপুর টেস্টে মাঠে নামার আগে টেস্ট এবং টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান। আগামী ২১ অক্টোবর শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলে লাল বলের ক্রিকেট ছাড়বেন তিনি। সাকিবের আচমকা অবসরের ঘোষণা কষ্ট পেয়েছেন চিত্রনায়িকা জাহারা মিতু।

একসময় নিয়মিত ক্রিকেটবিষয়ক অনুষ্ঠান উপস্থাপনা করায় খেলাটির প্রতি টান আছে জাহারা মিতুর। তাই ক্রিকেট সংশ্লিষ্ট বিষয়ে নিজের ভালোলাগা-মন্দলাগা প্রকাশ করে থাকেন।

- Advertisement -

সাকিবের অবসরের ঘোষণার পর এক ফেসবুক পোস্টে জাহারা মিতু লিখেছেন, ‘সাকিব আল হাসান, ক্রিকেট যদি হয় বিনোদনের মাধ্যম, তবে আপনি সেখানকার বস।’

মন্তব্যের ঘরে সাকিবকে নিয়ে আক্ষেপ করে জাহারা মিতু লিখেছেন, ‘বাংলাদেশের কোনো ক্রিকেটারের শেষটা আজ পর্যন্ত সুন্দর ও উপযুক্ত সম্মানের সাথে হলো না।’

প্রসঙ্গত, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিবের বিরুদ্ধে রাজধানীর আদাবর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের আগে থেকেই বিদেশে অবস্থান করছিলেন সাকিব। সরকার পতনের পর আর দেশে ফেরেননি তিনি।

- Advertisement -

Related Articles

Latest Articles