
প্রেমিকার চাহিদা মেটাতে চৌর্যবৃত্তি শুরু করেন আইন বিষয়ে পড়ুয়া এক যুবক। ভারতের উত্তরপ্রদেশের লখনউ রাজ্যে আইফোন চুরির অভিযোগে তাকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
ওই প্রতিবেদনে বলা হয়, অভিযুক্ত যুবক জৌনপুরের বাসিন্দা। সম্প্রতি লখনউয়ের গোমতীনগরে বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটে। পুলিশের কাছে সে বিষয়ে অভিযোগও জানায় ভুক্তভোগীরা। তদন্তে নেমে পুলিশের হাতে বেশ কয়েকটি সিসিটিভি ফুটেজ আসে। সেই ফুটেজ দেখে সন্দেহভাজন এক যুবককে আটক করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদে বের হয়ে আসে এসব তথ্য।
আগামী ২৪ ঘণ্টায় দেশের ৪ জেলায় বন্যার শঙ্কাআগামী ২৪ ঘণ্টায় দেশের ৪ জেলায় বন্যার শঙ্কা
প্রতিবেদনে পুলিশ জানায়, ওই যুবক আইন বিষয়ে পড়াশোনা করছেন। যুবকের দাবি, প্রেমিকার একাধিক দাবি মেটানোর জন্য প্রচুর টাকার প্রয়োজন ছিল। আইফোন, দামি দামি পোশাক কিনে দেওয়ার মতো অর্থ তার কাছে ছিল না। তাই শেষমেশ চুরির পথ বেছে নেন।
জিজ্ঞাসাবাদে যুবক পুলিশকে জানায়, এক সপ্তাহের মধ্যে তিনটি বাড়িতে চুরি করেন তিনি। পুলিশ জানিয়েছে, যুবকের কাছ থেকে বেশ কিছু নগদ টাকা এবং গয়না উদ্ধার হয়েছে।