
নব্বই দশকে একাধিক ছবিতে দর্শককে চমকে দিয়েছিলেন বলিউড অভিনেত্রী রাবিনা ট্যান্ডন। তিন দশকের দীর্ঘ ক্যারিয়ার তার। তার শরীরি বিভঙ্গ একসময় হিল্লোল তুলত পুরুষ হৃদয়ে। ভক্তসংখ্যা আজও কম নয়। তবে এমন অনভিপ্রেত ঘটনার সম্মুখীন হতে হয়েছিল তাকে যা ভাবলে আজও বিরক্ত হন অভিনেত্রী।
সম্প্রতি এমনই একটি ঘটনা তিনি শেয়ার করেছেন সাক্ষাৎকারে। জানান, এক পুরুষ অভিনেতার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে গিয়ে শরীরজুড়ে শুরু হয় ভয়ানক অস্বস্তি।
রাবিনা বলেন, ‘এখনও মনে আছে, এক অভিনেতার সঙ্গে ধস্তাধস্তির দৃশ্য শুট করছিলাম। হঠাৎ করেই আমার ঠোঁট তার ঠোঁট ছুঁয়ে ফেলে। আমার ভুল ছিল। এসবের কোনো দরকার ছিল না। আমি আমার ঘরে যাই, আমার বমি পাচ্ছিল। ভীষণ অস্বস্তি হচ্ছিল। আমি সহ্য করতে পারছিলাম না। শুধু মনে হচ্ছিল, যাও গিয়ে ব্রাশ কর, ১০০ বার তোমার মুখ ধোও।’
অপহৃত ১৪ কৃষককে রেখে পালাল সন্ত্রাসীরাঅপহৃত ১৪ কৃষককে রেখে পালাল সন্ত্রাসীরা
অভিনেতার পরিচয় সামনে আনেননি রাবিনা। তবে তুলে ধরেন অস্বস্তির কথা। অনস্ক্রিন ‘নো কিসিং পলিসি’তে আঘাত আসায় রীতিমতো অস্বস্তির মুখে পড়তে হয়েছিল তাকে। খবর টিভি৯বাংলার।
কিছুদিন আগে ওয়েব সিরিজের মধ্য দিয়ে বলিউডে কামব্যাক করেন রবিনা। ‘আরণ্যক’ ওয়েব সিরিজে তার কাজ বেশ প্রশংসিত হয়েছে। এ ছাড়াও ‘কারমা কলিং’য়েও দেখা যাবে তাকে। শুধু তিনি নন, খুব শিগগির তার মেয়ে রাশা থাডানিও বলিউডে পা রাখতে চলেছেন। অজয় দেবগণের ভাগ্নের সঙ্গে বলিপাড়ায় ডেবিউ করতে চলেছেন তিনি।