14.2 C
Toronto
রবিবার, মার্চ ১৬, ২০২৫

গাড়িভর্তি মদ রেখে পালাল চোরাকারবারিরা

গাড়িভর্তি মদ রেখে পালাল চোরাকারবারিরা
সংগৃহীত ছবি

নেত্রকোণার দুর্গাপুরে ২৪০ বোতল ভারতীয় মদসহ একটি প্রাইভেটকার আটক করা হয়েছে। সোমবার রাতে পৌরসভার সাধুপাড়া এলাকা থেকে মদসহ প্রাইভেটকারটি আটক করে স্থানীয় ছাত্র-জনতা। এর আগে সদর ইউনিয়নের একজনকে আহত করে চালক গাড়ী নিয়ে পালানোর চেষ্টা করছিল। তবে ব্যর্থ হয়ে গাড়ী ফেলে চালকসহ যাত্রীরা পালিয়ে যায়।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে দুর্গাপুর সদর ইউনিয়নের সীমান্ত এলাকা থেকে একটি সাদা রংয়ের প্রাইভেটকার স্থানীয় এক ব্যক্তিকে আহত করে বেপরোয়া গতিতে দুর্গাপুর শহরের দিকে চলে যায়। ওই সময় প্রাইভেটকারের পিছনে স্থানীয় লোকজন ধাওয়া করলে পৌরসভার সাধুপাড়া এলাকার সরকারি হাসপাতাল সংলগ্ন রাস্তায় ফেলে চালক ও অন্য যাত্রীরা পালিয়ে যায়। পরে ওই এলাকায় গাড়ীটি পেয়ে বৈষম্যবিরোধী ছাত্ররা পুলিশ ও সেনাবাহিনীকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এসে গাড়ীতে তল্লাশি চালিয়ে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ২৪০ বোতল মদসহ প্রাইভেটকারটি জব্দ করে পুলিশ হেফাজতে নিয়ে যায়।

- Advertisement -

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, আসন্ন দুর্গাপুজাকে সামনে রেখে মাদক চোরা কারবারিরা মাদক পাচারে সক্রিয় হয়ে উঠেছে। টহল টিম সীমান্ত নজরদারিতে রাখছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles