6 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

কী ঘটতে যাচ্ছে মঙ্গলবার, জেনে নিন রাশিফলে

কী ঘটতে যাচ্ছে মঙ্গলবার, জেনে নিন রাশিফলে - the Bengali Times
ছবি সংগৃহীত

আজ ১ অক্টোবর, মঙ্গলবার ২০২৪। ভাগ্যরেখা অনুযায়ী আপনার আজকের দিনটি কেমন কাটতে পারে? ব্যক্তি, পারিবারিক ও কর্মক্ষেত্র সম্পর্কে কী বলছে জ্যোতিষশাস্ত্র? এ বিষয়গুলো সম্পর্কে যারা দিনের শুরুতে আগাম কিছুটা ধারণা নিয়ে রাখতে চান, তারা একবার পড়ে নিতে পারেন আজকের রাশিফল।
রাশিফল থেকে ‍দিনের শুরুতেই কী ঘটতে যাচ্ছে তার একটা আগাম ধারণা নিতে পারেন।
রাশিফল থেকে ‍দিনের শুরুতেই কী ঘটতে যাচ্ছে তার একটা আগাম ধারণা নিতে পারেন।

মেষ: ব্যবসার কাজে মাথা ঠান্ডা রাখুন। বুদ্ধির ভুলের জন্য ক্ষতি হতে পারে। ব্যবসায় কর্মচারীদের সঙ্গে বিবাদ হতে পারে। বাড়িতে অনেক বন্ধু আসায় খরচ বাড়তে পারে। শরীর নিয়ে কষ্ট পেতে পারেন। ভাই-বোনের মধ্যে সম্পত্তি নিয়ে বিবাদ হতে পারে। সম্মানহানি থেকে একটুর জন্য রক্ষা পাবেন। নিজের বুদ্ধিতে বিপদ থেকে উদ্ধার পেতে পারেন। চিকিৎসার বাড়তে পারে খরচ। সন্তানের জন্য দুশ্চিন্তা হতে পারে।

- Advertisement -

বৃষ: পারিবারিক উন্নতি হবে। কর্মক্ষেত্রে কাজের চাপ বিরক্তির কারণ হতে পারে। নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। সে ক্ষেত্রে সাফল্য পেতে পারেন। প্রেম-ভালোবাসার জন্য সময় অনুকূল থাকতে পারে। প্রণয় প্রস্তাবে সাড়া পেতে পারেন। আজ আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।

মিথুন: অযথা প্রতিবেশীর সঙ্গে তর্কে জড়াবেন না। কর্মপরিবেশ অনুকূল নাও থাকতে পারে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা নাও পেতে পারেন। সহকর্মীদের কেউ শত্রুতাও করতে পারে। সে সম্পর্কে সতর্ক থাকুন। কাজের চাপ থাকলেও মানসিক শান্তি থাকবে। কোনো ব্যাপারে সীমালঙ্ঘন করা ঠিক হবে না।

কর্কট: ভ্রমণে সতর্ক থাকুন। অতি গরমে শিশুদের নিয়ে বের হলে কাজের চাপের কারণে মানসিক চাপ বাড়তে পারে। পারস্পরিক সামাজিক সম্পর্ক মোটামুটি ভালো থাকতে পারে। প্রেম-ভালোবাসার জন্য সময় অনুকূল থাকতে পারে। প্রণয় প্রস্তাবে সাড়া পেতে পারেন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলুন। রোমান্স ও বিনোদন শুভ।

সিংহ: কোনো ধরনের সামাজিক সমস্যার উদ্ভব হতে পারে। রিপুকে সংযত রাখুন। অন্যথায় বদনাম হতে পারে। পরধন প্রাপ্তির সম্ভাবনা আছে। আজ আপনার আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। আয়ের নতুন উৎস পেতে পারেন। আজ আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন।

কন্যা: দিনটি অন্যান্য দিনের তুলনায় ভালো থাকবে। ব্যবসায় লাভের সুযোগ পাবেন, আনন্দিত হবেন ও আর্থিক পরিস্থিতি মজবুত হবে। সন্তানকে ভালো কাজ করতে দেখে আনন্দিত হবেন। সন্ধ্যার দিকে মনের মধ্যে কিছু চিন্তাভাবনা জাগবে, যা আপনাকে চিন্তিত করবেন। জীবনসঙ্গীর জন্য উপহার নিতে পারেন। কোনো অবসাদ থাকলে তা শেষ হবে।

তুলা: রাজনৈতিক উদ্দেশে কাজ করেন যারা, তারা নিজের কাজের পুরো ফল পাবেন। প্রেম জীবনের সঙ্গীর কাছ থেকে কোনো সারপ্রাইজ পেতে পারেন। সরকারি চাকরিজীবীরা নারী সহকর্মীর সঙ্গে বিবাদে জড়ালে তাদের প্রমোশন আটকে যেতে পারে। কর্মক্ষেত্রে কিছু শত্রুকে চিহ্নিত করুন ও তাদের থেকে সতর্ক থাকুন।

বৃশ্চিক: দিনটি মিশ্র ফলাফল দেবে। ব্যবসার খাতিরে তিক্ততাকে মাধুর্যে পরিণত করতে হবে। ব্যবসায় ভালো মুনাফা অর্জন করতে পারেন। অফিস বা বাড়িতে কারও কথায় কষ্ট পেলে তা হেসে উড়িয়ে দিন, তা না হলে সেই প্রসঙ্গটি দীর্ঘায়িত হবে। কারও কথায় প্রভাবিত হয়ে নিজের অর্থ লগ্নি করে বসবেন না। কারণ সেই টাকা ডুবে যাওয়ার আশঙ্কা রয়েছে।

ধনু: কোনো সিদ্ধান্ত নিয়ে দ্বিধায় থাকবেন না। দিনটি সমস্যায় ভরে থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে মনের কোনো কথা ভাগ করবেন না। তা না হলে তারা সুযোগ তুলতে পারেন। পরিবারের কোনো সদস্যের বিয়ের প্রস্তাব চূড়ান্ত হবে। চাকরিজীবীরা কারও কথায় কান দেবেন না। আইনি কাজে বিলম্ব হলে তাতে জয়ী হবেন।

মকর: ব্যবসায়ে লাভবান হবেন। তবে নিজের চঞ্চল মনকে নিয়ন্ত্রণ করুন। ব্যবসায়িক অংশীদারকে যা মনে আসবে তা-ই বলে দেবেন, যা তাদের খারাপ লাগতে পারে। প্রেম জীবনে পরিবর্তন দেখা দেবে। মামা বাড়ির পক্ষ থেকে আর্থিক লাভ হতে পারে।

কুম্ভ: নতুন কিছু ঘটবে। দিনটি ব্যয়বহুল কাটবে। গাফিলতি করতে পারেন, যার জন্য বড় ক্ষতিপূরণ দিতে হতে পারে। ভাইদের সঙ্গে পরামর্শ করে বড় সিদ্ধান্ত নিন। নববিবাহিত ব্যক্তিরা কোনো ভালো সংবাদ শুনতে পারেন।

মীন: ব্যবসায় লাভের যোগ রয়েছে। দুপুরের পর কিছু পাওনা আদায় হতে পারে। সম্পত্তির ব্যাপারে চাপ বৃদ্ধি পেতে পারে। অপরের উপকারের জন্য খরচ বাড়তে পারে। ব্যবসায় উন্নতির ইঙ্গিত রয়েছে। চাকরির স্থানে জটিলতার জন্য চিন্তা বাড়তে পারে। পরিজনের সঙ্গে সামান্য বিষয়ে তর্ক বাধতে পারে। কাজের ব্যাপারে উদ্বেগ দেখা দিতে পারে। খেলাধুলার জন্য পুরস্কৃত হতে পারেন। অহেতুক ক্রোধ বাড়তে পারে। নতুন কাজের জন্য যোগাযোগ হতে পারে।

- Advertisement -

Related Articles

Latest Articles