9.6 C
Toronto
রবিবার, মার্চ ১৬, ২০২৫

বিয়ের এক বছর পূর্তিতে সৈকতে অন্তরঙ্গ পরিণীতি!

বিয়ের এক বছর পূর্তিতে সৈকতে অন্তরঙ্গ পরিণীতি!
ছবি সংগৃহীত

দেখতে দেখতে এক বছর পার হয়ে গেল রাঘব-পরিণীতির বিয়ের। কিন্তু এরই মাঝে নানা ঝড় বয়ে গেছে দুজনের জীবনে। গুরুতর চোখের রোগে ভুগেছেন রাঘব। বহুদিন পরিণীতির থেকে দূরে আমেরিকায় থেকে চোখের অপারেশন করেছিলেন। অন্যদিকে, ‘চমকিলা’ ছবির প্রচারে ব্যস্ত থাকার কারণেও স্বামীর দেখভাল ঠিক করতে পারেননি।

তবে এবার সব ব্য়স্ততা থেকে ছুটি নিয়ে বিয়ের এক বছর পূর্তিতে সোজা মালদ্বীপে উড়ে গেলেন এই দম্পতি। নীল সমুদ্রের পার থেকে পোস্ট করলেন বেশ কিছু অন্তরঙ্গ ছবি।

- Advertisement -

গেল বছরের মার্চ থেকে পরিণীতি ও রাঘবের প্রেমের গুঞ্জন শোনা যায়। সম্পর্কের জল্পনা সময়ের সঙ্গে সঙ্গে আরও বাড়তে থাকে। যা সত্যি হয় ২০২৩ সালের মে মাসে। সেদিনই পরিণীতি-রাঘবের বাগদান সম্পন্ন হয়। গত বছরেরই ২৪ সেপ্টেম্বর উদয়পুরে রাজকীয় বিয়ে সারেন আপ নেতা ও বলিউডের ‘ইশকজাদে গার্ল’।

ছেলে ইয়াশের বিয়ে প্রসঙ্গে যা বললেন অপুছেলে ইয়াশের বিয়ে প্রসঙ্গে যা বললেন অপু
বলিউডে বর্তমানে তার কাজের সংখ্যা হাতেগোনা। মাসখানেক আগেই ‘চমকিলা’ সিনেমায় চমক দেখিয়েছিলেন। তবে এখন আপ সাংসদ রাঘব চাড্ডার সঙ্গে সুখের ঘরকন্নায় ব্যস্ত বলিউড অভিনেত্রী।

ওদিকে বোন প্রিয়াঙ্কা চোপড়া যখন মার্কিন মুলুকের এপ্রান্ত থেকে ওপ্রান্ত ছুটে বেড়াচ্ছেন নিত্যনতুন কাজে, তখন বোন পরিণীতি খানিক থিতু। তার পোস্টে জীবন দর্শনের পাঠ। কয়েক দিন আগেই পরিণীতি সোশ্যাল মিডিয়ার পোস্টে বলছিলেন, “বিষাক্ত মানুষদের জীবন থেকে ছুঁড়ে ফেলা উচিত! দুনিয়া কী ভাবছে, যায় আসে না।”

- Advertisement -

Related Articles

Latest Articles