0.2 C
Toronto
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

বৈচিত্রের দেশ কানাডা

বৈচিত্রের দেশ কানাডা
বৈচিত্রের দেশ কানাডা

আদর্শগত ভিন্নতা, জাতিগত ভিন্নতা, সংস্কৃতিগত ভিন্নতা, ধর্মীয় ভিন্নতা, মতাদর্শগত ভিন্নতা ও রাজনৈতিক মতভেদ সত্তেও মানুষ একসাথে, পাশাপাশি শান্তিপূর্ণভাবে বাস করতে পারে, একই দোকানের সদাই খেতে পারে, একই টিউবওয়েলের পানি পান করতে পারে, যার যার ধর্ম বিশ্বাস অনুযায়ী একই ঈদগাহে নামাজ পড়তে পারে অথবা একই মন্দিরে প্রার্থনা করতে পারে, একই ষ্টেডিয়ামে খেলা দেখতে পারে অথবা একই শবযাত্রা বা জানাযায় শরীক হতে পারে, একই প্রতিষ্ঠানে চাকুরী করতে পারে, একই শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশুনা করতেও পারে, একই শিক্ষকের লেকচার শুনতেও কোন সমস্যা হবার কথা নয়।

১৯৫২, ৬৯, ৭১, ৯০ এবং ২০২৪ এর ঐতিহাসিক, মর্মান্তিক ঘটনাবলী আমাদের জাতীয় জীবনের এক একটা মাইলফলক। শত শহীদের রক্তে অর্জিত আমাদের ভাষা, আমাদের স্বাধীনতা, আমাদের গনতন্ত্র রক্ষায় অবশ্যই আমাদের হাজারো ভিন্নতা সত্তেও ঐকবদ্ধ হওয়া ও থাকা সম্ভব ও কর্তব্য।

- Advertisement -

সে কারণেই বৈচিত্রের দেশ কানাডায় আমরা কয়েকটি সংগঠন মিলিত হয়ে গত ২১শে সেপ্টেম্বর টরন্টোতে আয়োজন করেছিলাম ‘Celebration of Differences’ ওয়ার্কশপ। যারা মুল প্রবন্ধ পাঠ করেন তাদের অন্যতম ছিলেন আমার ও আমার মেয়ের শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও কানাডার ম্যাকমাষ্টার ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান শ্রদ্ধেয় ডক্টর আহমেদ শফিকুল হক স্যার।

মুল সমন্বয়কের দায়িত্ব পালন করেন স্নেহাস্পদ বিশিষ্ট সমাজকর্মী ইমাম উদ্দিন। অন্যান্য সংগঠনের মধ্যে আমাদের ‘Canadian Centre for Bangladesh Studies’ অংশ নিয়েছে। অসুস্হ্যতার কারণে শেষ মুহুর্তে আমি নিজে এই মহতী অনুষ্ঠানে অংশ নিতে না পারায় এবং আমার বক্তব্য উপস্হাপন করতে না পারায় আমি দুঃখিত। যে জাতি যত ঐক্যবদ্ধ তাদের সফলতা তত বেশী। অপরাধ করলে শাস্তি হবে, অপরাধ না করলে সকলের রাজনৈতিক ও অন্যান্য মতভিন্নতা সত্তেও আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এটাই হলো মুল কথা। কারণ আমরা সকলেই শান্তিতে থাকতে চাই। একমাত্র শান্তি থাকলেই নিজের, পরিবারের ও দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা সম্ভব। আয়োজনে অংশগ্রহণকারী সকল সংগঠন ও ব্যক্তিকে জানাই আন্তরিক ধন্যবাদ।

স্কারবোরো, কানাডা

- Advertisement -

Related Articles

Latest Articles