5.6 C
Toronto
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

তদারকির আওতায় থাকা ১০ মাদক সেবন সাইট বন্ধের পক্ষে ফোর্ডের সাফাই

তদারকির আওতায় থাকা ১০ মাদক সেবন সাইট বন্ধের পক্ষে ফোর্ডের সাফাই
অন্টারিওতে তদারকির আওতায় থাকা ২৩টি মাদক সেবন সাইটের মধ্যে ১০টি বন্ধ করে দেওয়ার পক্ষে নিজের অবস্থান তুলে ধরেছেন প্রিমিয়ার ডগ ফোর্ড

অন্টারিওতে তদারকির আওতায় থাকা ২৩টি মাদক সেবন সাইটের মধ্যে ১০টি বন্ধ করে দেওয়ার পক্ষে নিজের অবস্থান তুলে ধরেছেন প্রিমিয়ার ডগ ফোর্ড। স্কুল ও চাইল্ডকেয়ার সেন্টারের নিটকবর্তী হওয়ায় এগুলো বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

সেইন্ট ক্যাথারিনে সাংবাদিকদের ফোর্ড বলেন, নিরাপদ মাদক সেবন সাইটে আসলে আমি বিশ^াস করি না। নেবারহুডের মানুষদের কাছ থেকে আমি শুনেছি। আমি তাদের সঙ্গে পরামর্শ করেছি। পার্কে, স্কুলের পাশে এবং ডেকেয়ারগুলোরে পাশে সুই পড়ে থাকার ব্যাপারে অসংখ্য ফোন কল পেয়েছি। এটা অগ্রহণযোগ্য।

- Advertisement -

তিনি বলেন, মাদকাসক্ত কাউকে ইনজেকশন নেওয়ার জন্য কোনো জায়গা দেওয়ার মধ্যে আমরা ভালো কিছু দেখিনি। এটা কমিউনিটির জন্য এটা সবচেয়ে বাজে ব্যাপার হতে পারে।

প্রাদেশিক অর্থায়নে পরিচালিত নয়টি কনজাম্পশন অ্যান্ড ট্রিটমেন্ট সার্ভিসেস (সিটিএস) ও নিজস্ব অর্থায়নে পরিচালিত একটি ওভারডোজ প্রতিরোধ সাইটের ক্ষেত্র এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে। এই কর্মসূচিগুলোর মধ্যে পাঁচটি টরন্টোতে। একটি করে আছে গুয়েল্ফ, হ্যামিল্টন, থান্ডার বে, ওয়াটারলু এবং অটোয়াতে। ২০২৫ সালের ৩১ মার্চের মধ্যে এগুলো অবশ্যই বন্ধ করতে হবে।

ফোর্ড বলেন, তার সরকারের ১৯টি নতুন হোমলেসনেস অ্যান্ড অ্যাডিকশন রিকভারি ট্রিটমন্টে (হার্ট) গড়ে তোলার পরিকল্পনা রয়েছে, যাতে বিনিয়োগ করা হবে ৩৭ কোটি ৮০ লাখ ডলার।

এই হাবের বিস্তারিত রূপরেখা তৈরি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তারা বলেছে, সমন্বিত চিকিৎসা ও প্রতিকারমূলক সেবার চাহিদা আছে এমন লোকদের এর সঙ্গে সম্পৃক্ত করা আঞ্চলিক অগ্রাধিকারের প্রতিফলন। পাশাপাশি এখানে প্রাথমিক সেবা, মানসিক স্বাস্থ্যসেবা, মাদকাসক্তি নিরাময় ও সহায়তা, সামাজিক সেবা ও কমসংস্থান সহায়তা, শেল্টার ও ট্রানজিশন শয্যা, সহায়ক আবাসন এবং ন্যালোক্সন, অনসাইট শাওয়ার ও খাবারের মতো অন্যান্য সামগ্রী ও সেবাও সরবরাহ করা হবে এই হাবে।

This article was written by Sohely Ahmed Sweety as part of the LJI.

- Advertisement -

Related Articles

Latest Articles