
কানাডাজুড়ে বিভিন্ন নগরীতে বোমা হামলার হুমকির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে পুলিশ। বিভিন্ন ইহুদি সংগঠন, সিনাগগ এবং কিছু হাসপাতালেও ২১ আগস্ট সকালে এই হুমকি দেওয়া হয়।
বিনাই বার্থ কানাডা বলেছে, সকাল ৫টার দিকে ১০০ এর বেশি ইহুদি প্রতিষ্ঠান একটি ইমেইল পায়, যেখানে দেশের বিভিন্ন স্থানে বোমা বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে।
বিনাই বার্থ কানাডার রিসার্চ ও অ্যাডভোকেসি পরিচালক রিচার্ড রবার্টসন বলেন, আমার জানামতে, যেসব সংগঠন ও প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে তাদের প্রত্যেকেই একই ইমেইল পেয়েছে। এটা দেশজুড়ে কয়েক ডজন ইহুদি প্রতিষ্ঠান ও অটোয়ার হাসপাতালগুলোকে পাঠানো গণ ইমেইল। ইহুদি কমিউনিটিকে ভয় দেখানো ও হয়রানি করার জন্যই এই হুমকি বলে আমরা মনে করি।
এই হুমকি পাওয়ার বিষয়টি টরন্টো, মন্ট্রিয়ল এবং অটোয়ার সিনাগগ, ইহুদি কমিউনিটি সেন্টার এবং হাসপাতালগুলো নিশ্চিত করেছে। ব্রিটিশ কলাম্বিয়ার বিভিন্ন গ্রুপকেও হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে।
রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) বলেছে, কানাডাজুড়ে পাঠানো এই হুমকির ব্যাপারে তারা অবগত আছে এবং স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে তারা কাজ করছে। স্থানগুলো যে নিরাপদ স্টো নিশ্চিত করতে কাজ করছে স্থানীয় এসব আইন প্রয়োগকারী সংস্থা।
আরসিএমপি তাদের বিবৃতিতে বলেছে, জনগণকে আমরা এই নিশ্চয়তা দিতে চাই যে, কানাডিয়ানদের সুরক্ষা ও নিরাপত্তা আমাদের কাছে সবার আগে। আরসিএমপি এটা নিশ্চিত করছে যে, ফেডারেল পুলিশিং ন্যাশনাল সিকিউরিটি প্রোগ্রাম এই হুমকির উৎস অনুসন্ধান করছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে টরন্টো পুলিশ সার্ভিস বলেছে, বোমা হামলার হুমকির পরিপ্রেক্ষিতে আগাম সতর্কতা হিসেবে নর্থ ইয়র্ক এরিয়ার কিছু ভবন থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে ঠিক কোন ভবনগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে তা সুনির্দিষ্ট করা হয়নি।
তারা বলেছে, কানাডাজুড়ে ইহুদি সংগঠনগুলোকে ইমেইলের মাধ্যমে দেওয়া বোমা হামলার হুমকির ব্যাপারে তারা সজাগ রয়েছে। টরন্টোতে এর সম্ভাব্য প্রভাব কী হতে পারে তা নিয়ে কাজ অব্যাহত রেখেছে তারা।
This article was written by Sohely Ahmed Sweety as part of the LJI.