5.6 C
Toronto
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

ইউক্রেনে ৫৭ লাখ ডলার মানবিক সহায়তার প্রতিশ্রুতি কানাডার

ইউক্রেনে ৫৭ লাখ ডলার মানবিক সহায়তার প্রতিশ্রুতি কানাডার
মৌলিক চাহিদা পূরণে ইউক্রেনীয়দের কানাডা ৫৭ লাখ ডলার দেবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী আহমেদ হুসেন

মৌলিক চাহিদা পূরণে ইউক্রেনীয়দের কানাডা ৫৭ লাখ ডলার দেবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী আহমেদ হুসেন। অটোয়া বলেছে, হুসেন যখন কিয়েভ সফর করছেন তখন রাশিয়ার ইউক্রেন আক্রমণের আড়াই বছরপূর্তীতে ইউক্রেনের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করা হচ্ছে।
এই সফরে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে শিশুদের প্রতি। হুসেন জুলাইয়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত প্রধান শিশু হাসপাতাল পরিদর্শন করেন।

এই তহবিলের মধ্যে রয়েছে সেভ দ্য চিলড্রেন কানাডার জন্য ২০ লাখ ডলার, যা ইউক্রেনীয় শিশুদের খাবার, শিক্ষা ও মানসিক সহায়তায় ব্যয় করা হবে। ৩৫ লাখ ডলার দেওয়া হবে ইন্টারন্যাশনাল মেডিকেল কোর ইউকের মাধ্যমে, যা মেডিকেল ও মানসিক স্বাস্থ্যসেবায় ব্যয় করা হবে। ২ লাখ ডলার রাখা হয়েছে জাতিসংঘের মানবিক সেবার জন্য।

- Advertisement -

হুসেনের কার্যালয় থেকে বলা হয়েছে, এই সহায়তা বাস্তুচ্যুত লোকেদের পানি ও আশ্রয় পেতে ভূমিকা রাখবে। সেই সঙ্গে শিশু সুরক্ষা এবং লিঙ্গভিত্তিক সহিংসতা কমাতে কাজে আসবে।

অটোয়া বলেছে, এই ঘোষণার ফলে চলতি বছর ইউক্রেনে কানাডার মানবিক সহায়তার পরিমাণ দাঁড়ালো ২ কোটি ৮২ লাখ ডলার।

কানাডা গত জুনে এক ঘোষণায় জানায়, ইউক্রেনীয় তরুণদের সহায়তার এক প্রকল্পের জন্য আগামী পাঁচ বছরে ইউনিসেফকে তারা এক কোটি ডলার দেবে। এদের মধ্যে রাশিয়া থেকে ফিরে আসা শিশুরাও রয়েছে।

ইউক্রেনীয় শিশুদেরকে বেআইনিভাবে প্রত্যাবাসন সংক্রান্ত যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক ফৌজদারি আদালত গত বছর রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন এবং সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

আহমেদ হুসেন এক বিবৃতিতে বলেন, ইউক্রেনীয় পরিবারগুলোর পুনর্মিলনে সহায়তা, মানবিক চাহিদা পূরণ এবং দেশ পুনরুদ্ধার ও পুনর্গঠনে আমাদের অংশীদারদের সঙ্গে কাজ চালিয়ে যাব আমরা।

This article was written by Sohely Ahmed Sweety as part of the LJI.

- Advertisement -

Related Articles

Latest Articles