-5 C
Toronto
বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫

স্বৈরশাসন ফিরে ফিরে আসে

স্বৈরশাসন ফিরে ফিরে আসে
স্বৈরশাসন ফিরে ফিরে আসে

বাংলাদেশে কেন বার বার সামরিক শাসন বা স্বৈরশাসন ফিরে ফিরে আসে? অনেকেই মনে করেন বাংলাদেশ গনতন্ত্রের জন্যে প্রস্তুত নয়, উপযুক্ত নয়। তার প্রমাণ আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি। মাত্র ক’দিন আগেও যারা শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে বুক চিতিয়ে আন্দোলন করে গণ-অভ্যুত্থান ঘটিয়ে ফেলেছে, অনেকে যেটাকে বিপ্লব বা ২য় স্বাধীনতা রুপে চিহ্নিত করে থাকেন তারাই আজ শুক্কুরে শুক্কুরে দশদিন যেতে না যেতেই একে অপরের বিরুদ্ধে বিষোদগার করে চলেছে যা ফেসবুকের পাতায় দেখে দেখে ত্যাক্ত বিরক্ত হয়ে যাচ্ছি। এখনই এই অবস্হা আর নির্বাচন হলে যখন মাত্র একটি দল বিজয়ী হবে আর অন্যরা পরাজিত হবে তখন পরাজিত দলগুলো তা কিভাবে সহ্য করবে? ফলে আবারও কারচুপির অভিযোগ করবে, আবারও আন্দোলন করবে, আবারও জানমালের ক্ষতি হবে আবারো রক্তপাত হানাহানি আর অশান্তির বিষবাস্প ছড়িয়ে পড়বে।

কাজেই আপনারা আগে ঠিক করুন, আপনারা গনতন্ত্রের উপযোগী কিনা? গনতন্ত্র মানে আগামী নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ জনগণ যাকে ভোট দিবে সেই জয়ী বলে ঘোষিত হবে, তারাই সরকার গঠন করবে। তারা হতে পারে চরম ইসলামপন্হী দল, তারা হতে পারে চরম নাস্তিকপন্হী বা বামপন্হী কমুনিষ্ট পার্টি, তারা হতে পারে ভারত বা পাকিস্তান পন্হী, তারা হতে পারে মুক্তিযোদ্ধা, হতে পারে রাজাকার, হতে পারে বিএনপি, জামাত এমনকি আওয়ামী লীগ!

- Advertisement -

বুকে হাত দিয়ে বলুনতো আপনি যদি কমুনিষ্ট হন, জামাতে ইসলামীর সরকারকে মেনে নিতে প্রস্তুত আছেন কি? আপনি যদি জামাতী কিংবা হেফাজতী হন, কট্টর নাস্তিক কমুনিষ্টদেরকে মেনে নিতে রাজী আছেনতো? আপনি যদি আওয়ামী লীগ হন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে মেনে নিতে রাজী আছেন? আপনি যদি বিএনপি বা জামাত হন, সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে আওয়ামী লীগকে মেনে নিতে রাজী আছেন? জনগণ যদি চিহ্নিত কোন রাজাকারকে ভোট দিয়ে বিজয়ী করে আপনি মুক্তিযোদ্ধা হয়ে তা মেনে নিতে কি প্রস্তুত আছেন? আপনি যদি এখনো মনে প্রাণে পাক সার জমিন সাদ বাদ আওড়ানো লোক হন, জিন্নাহর জন্মদিন পালন করা লোক হন, বঙ্গবন্ধুর নাম শুনলেই তেলে বেগুনে জ্বলে উঠা লোক হন, পারবেন কোন মুক্তিযোদ্ধার বিজয়কে মনে প্রাণে মেনে নিতে? আপনি যদি আটরশি হুজুরের লোক হন, পারবেন মেদিনীপুর পীর সাহেবের অনুসারী কাউকে মেনে নিতে?

আমার ফেসবুকে সবধরনের বন্ধুরাইতো আছেন। আসেন একটা পরীক্ষা হয়ে যাক, আমরা আসলেই গনতন্ত্রের বেসিক পরীক্ষায় পাস করতে পারি কিনা দেখি? সাহস থাকলে আপনার মনের রাজনৈতিক পরিচয় প্রকাশ না করেই সত্যি করে বলুনতো আপনি গনতন্ত্রের জন্যে প্রস্তুত কিনা? নাকি ছলে বলে কৌশলে গনতন্ত্রের নির্বাচনী মই বেয়ে ক্ষমতায় এসেই হিটলার হতে ধনুর্ভঙ্গ পণ করে তসবীহ জপছেন?

স্কারবোরো, কানাডা

- Advertisement -

Related Articles

Latest Articles