4.2 C
Toronto
বৃহস্পতিবার, মার্চ ২০, ২০২৫

মেসিদের ম্যাচ দেখানো হবে ২৫ হাজার বর্গফুটের পর্দায়!

মেসিদের ম্যাচ দেখানো হবে ২৫ হাজার বর্গফুটের পর্দায়! - the Bengali Times
মেসি মানেই যেন ভিন্ন কিছু দর্শকদের প্রবল আগ্রহ

লিওনেল মেসি মানেই যেন ভিন্ন কিছু। তাকে ঘিরে দর্শকদের প্রবল আগ্রহ থাকে সব সময়। তাই মেসির মেজর লিগ সকারের (এমএলএস) প্লে-অফে অভিষেকের ম্যাচটি একদিন এগিয়ে আনা হয়েছে। শুধু তাই নয়, ম্যাচটি দেখানো হবে বিশালাকার পর্দায়।

প্লে অফের ম্যাচটি হওয়ার কথা ছিল স্থানীয় সময় ২৬ অক্টোবর, শনিবার। কিন্তু সেটি এখন আগেরদিন এগিয়ে আনা হয়েছে। পাশাপাশি প্লে-অফে মেসির অভিষেক যেন যত বেশি সম্ভব সাধারণ মানুষ দেখতে পারেন, সেটা নিশ্চিত করতে নিউইয়র্কের টাইমস স্কয়ারে ২৫ হাজার বর্গফুটের বিশাল পর্দায় খেলা দেখানোর ব্যবস্থা করা হয়েছে।

- Advertisement -

গত বুধবার কলম্বাসকে ৩-২ গোলে হারিয়ে এমএলএসের সাপোর্টার্স শিল্ড জিতেছে মায়ামি। এমএলএসের দুই কনফারেন্স মিলিয়ে এক নম্বর দল হওয়ায় একটি বিশেষ সুবিধাও পাচ্ছে তারা। প্লে-অফের সব ম্যাচই মায়ামি খেলবে নিজেদের মাঠে। এমনকি ৭ ডিসেম্বর এমএলএস কাপের ফাইনালে জায়গা করে নিতে পারলে, সেটিও তারা খেলবে ফোর্ট লডারডেলে।

- Advertisement -

Related Articles

Latest Articles