
অভিনব সাজ ও পোশাক পরে তাক লাগাতে চান অনেকেই। ব্যতিক্রমী এসব কাজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতেও যেন সময় লাগে না। তবে নতুন কোনো পোশাক নয়, প্রচলিত ব্লাউজই ভিন্নভাবে উপস্থাপন করে তাক লাগিয়েছেন এক তরুণী।
ওই তরুণী পরেছেন মেহেদি ব্লাউজ। মানে শরীরে ব্লাউজের আদলে এঁকে নিয়েছেন মেহেদির নকশা। দেখে বোঝার উপায় নেই যে সেটা মেহেদি দিয়ে আঁকা। ওই ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভারতীয় সংবাদমাধ্যম টাইম নাউ নিউজ এ তথ্য জানিয়েছে।
কয়েকবছর আগেও মেহেদি দিয়ে শুধু হাতে ও পায়ে নকশা করা হতো। তবে ভারত জুড়ে বিয়ের মৌসুমে অনেক কনেই ব্লাউজ ছেড়ে এই মেহেদির নকশার দিকে ঝুঁকছেন। গত বছরও এক নারী মেহেদির ব্লাউজ পরে ব্যাপক সমালোচনার জন্ম দেন।