0.6 C
Toronto
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

শিহাব

শিহাব
শিহাব

আব্বা চলে যাবার পর, মনে হলো- তিনি কি নাবিক ছিলেন?

আমরা কি সমুদ্রের সন্তান!

- Advertisement -

আমি বাতাসের সহোদর শিহাব হয়ে যাই,

পানি আমার ডুবে মরা ছোটবোন হয়ে যায়!

এক ভাগ স্থলমাটি কি আমাদের আপন মা?

.

আব্বা পূর্ণদৈর্ঘ ঘুমন্ত ছুটি নিয়ে অনন্তে

আমার জন্য রেখে যান-

তিনদিনের পিতৃশোকের কানাডিয়ান স্বল্পদৈর্ঘ ছুটি!

.

আহাজারিত মহা বিপদ সংকেতে

সামুদ্রিক বিশাল ঢেউ এসে আমাকে, শিহাবকে

বার বার ডুবিয়ে দিচ্ছে অতলে- তিন ভাগ জলে!

আমরা তলিয়ে যাচ্ছি, তলিয়ে যাচ্ছি।

অক্সিজেন পাচ্ছি না।

শিহাব

সাইক্লোনে লঞ্চ ডুবি অসহায় মানুষের মতো

আমি ঢেউয়ের জলচাপায় তলিয়ে যেতে থাকি; ডুবন্ত থেকে ডাকি:

-শিহাব, শিহাব, শিহাব!

শিহাব আমার হাত ধরে হাবুডুবু খাচ্ছে, টের পাই-

হাতের ভেতর থেকে খুলে যাচ্ছে হাত

ব্যাঙের মতো হাত-পা ছড়িয়ে শিহাব ঝাঁপাঝাপি করছে।

সেই জলযুদ্ধ থেকে ‘ভাইজান, ভাইজান’ বলে

গভীর সমুদ্রে সাঁতরাচ্ছে, কাতরাচ্ছে!

—-

টরন্টো, কানাডা

- Advertisement -

Related Articles

Latest Articles