5.6 C
Toronto
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

তদারকির মাদক সেবন সাইটের ব্যাপারে ফোর্ডের সিদ্ধান্তের বিরুদ্ধে অনেকেই

তদারকির মাদক সেবন সাইটের ব্যাপারে ফোর্ডের সিদ্ধান্তের বিরুদ্ধে অনেকেই
নিরাপদ মাদক সেবন সাইটের পক্ষে কথা বলা ব্যক্তি ও সংগঠনগুলো এ ধরনের ১০টি সাইট বন্ধের ব্যাপারে অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ডের যে সিদ্ধান্ত তার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন

নিরাপদ মাদক সেবন সাইটের পক্ষে কথা বলা ব্যক্তি ও সংগঠনগুলো এ ধরনের ১০টি সাইট বন্ধের ব্যাপারে অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ডের যে সিদ্ধান্ত তার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন। তবে এজন্য প্রদেশের প্রতি তাদের কৃতজ্ঞ থাকা উচিত বলে মন্তব্য করেছেন ফোর্ড।

অন্টারিও সরকার এ সংক্রান্ত ঘোষণায় মাদক সেবন সাইট ও সুই পরিবর্তনের কর্মসূচি থেকে সরে গিয়ে চিকিৎসায় মনোযোগ দেওয়ার কথা বলেছে। প্রদেশের পক্ষ থেকে বলা হয়েছে, স্কুল ও ডেকেয়ার সেন্টারের খুব বেশি কাছাকাছি হওয়ার কারণে এ ধরনের ১০টি সাইট তারা বন্ধ করতে যাচ্ছে। এগুলোর বন্ধের পাশাপাশি নতুন করে আর কোনো সাইট খুলতে দেওয়া হবে না।

- Advertisement -

এর কারণ হিসেবে অপরাধ বৃদ্ধি এবং ওই সাইটগুলোর সমস্যাকে ঘিরে প্রতিবেশী এবং বাবা-মায়েদের উদ্বেগের বিষয়টি উল্লেখ করেন অন্টারিওর স্বাস্থ্যমন্ত্রী সিলভিয়া জোন্স। তবে সাইটগুলোর পক্ষে থাকা ব্যক্তি ও সংগঠনগুলো বলছে, এগুলো জীবন বাঁচাচ্ছে।

টরন্টোর একটি সাইটের কাছে এক ব্যক্তি খুন হওয়ার পর তদারকির আওতায় থাকা ১৭টি মাদক সেবন সাইট নিয়ে পর্যালোচনর উদ্যোগ নেয় প্রদেশ। তারপরই এই পরিবর্তনের ঘোষণা দেওয়া হয়েছে।

২০২৩ সালের ৭ জুলাই দুপুরের পরপরই ক্যারোলিনা হুয়েবনার-মাকুরাট তার দক্ষিণপূর্ব টরন্টো নেবারহুডের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ওই সময় তিনজন মাদক কারবারীর মারামারির মধ্যে পড়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি।

This article was written by Sohely Ahmed Sweety as part of the LJI.

- Advertisement -

Related Articles

Latest Articles