
কানাডায় কম মজুরির অস্থায়ী বিদেশি শ্রমিকের সংখ্যা সীমিত করতে নতুন বিধিনিষেধ ঘোষণা করেছে কানাডিয়ান সরকার। এরই অংশ হিসেবে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে বেশি সংখ্যক কানাডিয়ান কর্মী নিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
স্থায়ী বাসিন্দার বার্ষিক লক্ষ্যমাত্রা কমিয়ে আনা যায় কিনা সে চিন্তা-ভাবনাও করছে অটোয়া। লিবারেলদের অভিবাসন নীতিতে এটা পরিবর্তন বলে মনে করা হচ্ছে।
ব্যাপক সংখ্যায় অস্থায়ী বিদেশি শ্রমিক আগমনের কারণে যে ব্যাপক সমালোচনা তার প্রতিক্রিয়ায় ফেডারেল সরকার মহামারি পূর্ববর্তী নিয়ম ফিরিয়ে আনছে। এই নিয়মে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য কম মজুরির বিদেশি শ্রমিক নিয়োগ দেওয়া সহজ নয়।
হ্যালিফ্যাক্সে লিবারেল কেবিনেট রিট্রিটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রুডো বলেন, ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করার অংশ হিসেবে তার সরকার এই নিয়ম শিথিল করেছিল। কারণ, মহামারির কারণে ব্যবসা প্রতিষ্ঠানগুলো কর্মী সংকটের মুখে পড়েছিল। কিন্তু এখনকার অর্থনৈতিক পরিস্থিতি ভিন্ন এবং কানাডার আর এখন ব্যাপক সংখ্যক অস্থায়ী বিদেশি শ্রমিকের প্রয়োজন নেই। আমরা চাই কানাডিয়ান ব্যবসা প্রতিষ্ঠানগুলো প্রশিক্ষণ ও প্রযুক্তিতে বিনিয়োগ করুক এবং সুলভ বিদেশি শ্রমিকের ওপর নির্ভরতা যেনো তারা না বাড়ায়। কানাডিয়ানরা চাকরি পেতে হিমশিম খাক এটা কাম্য নয় এবং ওইসব অস্থায়ী বিদেশি শ্রমিকের জন্যও এটা ন্যায্য নয়। তাদের মধ্যে কেউ কেউ দুর্ব্যবহার ও নির্যাতনের শিকার হন।
স্থায়ী বাসিন্দা সংখ্যার ওপরও ফেডারেল সরকার বিধিনিষেধ আরোপের কথা ভাবছে কিনা জানতে চাইলে ট্রুডো বলেন, এটা চলমান আলোচনা।
অভিবাসন নীতি নিয়ে সমালোচনার প্রতিক্রিয়ায় অভিবাসীর সংখ্যা কমানোর এই ঘোষণা লিবারেলদের সর্বশেষ উদ্যোগ। যেসব এলাকায় বেকারত্বের হার ৬ শতাংশ বা তার বেশি ২৬ সেপ্টেম্বর থেকে সেব এলাকায় সরকার কম মজুরির অস্থায়ী বিদেশি শ্রমিকের আবেদন গ্রহণ করবে না। নিয়োগদাতারা তাদের মোট কর্মীবাহিনীর সর্বোচ্চ ১০ শতাংশ কম অস্থায়ী বিদেশি শ্রমিক দিয়ে পূরণ করতে পারবে। আগে এ হার ছিল ২০ শতাংশ।
ইমিগ্রেশন, রিফিউজিস অ্যান্ড সিটিজেনশিপ কানাডার প্রকাশ্য উপাত্ত অনুযায়ী, ১ লাখ ৮৩ হাজার ৮২০ জন অস্থায়ী বিদেশি শ্রমিকের ওয়ার্ক পারমিট কার্যকর হয় ২০২৩ সালে। ২০১৯ সালের তুলনায় এ সংখ্যা ৮৮ শতাংশ বেশি। ওই সময় সংখ্যাটি ছিল ৯৮ হাজার ২৫ জন।
This article was written by Sohely Ahmed Sweety as part of the LJI.