5.1 C
Toronto
সোমবার, এপ্রিল ২১, ২০২৫

আমাকে যদি মসজিদে ইমামতি করতে দেয়, নিশ্চয়ই করবো: তসলিমা নাসরিন

আমাকে যদি মসজিদে ইমামতি করতে দেয়, নিশ্চয়ই করবো: তসলিমা নাসরিন - the Bengali Times

ছবি সংগৃহীত

“কেউ হয়ত বলবে ‘শুধু হিন্দুর পূজায় কেন, মুসলমানের ধর্মকর্মেও তো যেতে পারো!’ নিশ্চয়ই যাবো, আমাকে যদি মসজিদে মসজিদে নামাজের ইমামতি করতে দেয়, নিশ্চয়ই করবো।”

সম্প্রতি ভারতের দিল্লিতে অবস্থিত পশ্চিম বিহার এলাকায় দুর্গাপূজার উদ্বোধন করে ইসলাম ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে এমনই এক বেফাঁস স্ট্যাটাস দেন বাংলাদেশ থেকে বিতাড়িত লেখিকা তসলিমা নাসরিন।

- Advertisement -

বিতর্কিত এ লেখিকা সবসময় আলোচনায় থাকেন তার মন্তব্যের জন্য। এবার দিল্লির এক পূজামণ্ডপে প্রদীপ জ্বালিয়ে পূজার উদ্বোধন করেন তিনি। মুসলিম হয়ে হিন্দুদের পূজা উদ্বোধন প্রসঙ্গে তিনি তার ফেসবুকে লেখেন, ‘আমি হিন্দু নই। আমি কোনো ধর্মবিশ্বাসী মানুষ নই। কিন্তু মুসলিম পরিবারে আমার জন্ম। তা সত্ত্বেও আমাকে আমন্ত্রণ জানানো হলো হিন্দুদের পূজা উদ্বোধন করার জন্য। এর নামই অসাম্প্রদায়িকতা।’

স্ট্যাটাসে তিনি আরও লেখেন, ‘যখন আমার জন্মের দেশ বাংলাদেশ সাম্প্রদায়িকতার আগুনে পুড়ছে প্রতিদিন, তখন কোথাও অসাম্প্রদায়িক পরিবেশ দেখলে মন ভাল হয়ে যায়। আশা জাগে যে, একদিন মানুষ সত্যিকার শিক্ষিত হবে, সভ্য হবে, সমাজ থেকে সাম্প্রদায়িকতা নিশ্চিহ্ন করবে।’

‘গতকাল সন্ধ্যেয় আমি আর নাট্যশিল্পী প্রদীপ গাঙ্গুলি পশ্চিম বিহার এলাকার পূজা উদ্বোধন করতে গিয়েছিলাম। প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করলাম দুর্গা পূজার, বাঙালির সবচেয়ে বড় শারদীয় উৎসবের।’ ফেসবুক পোস্টে তিনি এসব কথাও উল্লেখ করেন।

তার এই কর্মকান্ড নিয়ে কথা শুনতে হবে তাকে। তার দেশের মানুষদের কটাক্ষ সহ্য করতে হবে বলেও মন্তব্য করেন বিতর্কিত এ লেখিকা।

- Advertisement -

Related Articles

Latest Articles