9.7 C
Toronto
রবিবার, মার্চ ১৬, ২০২৫

৯২ বছরের ক্রিকেট ইতিহাসে প্রথমবার যে রেকর্ড ভারতের

৯২ বছরের ক্রিকেট ইতিহাসে প্রথমবার যে রেকর্ড ভারতের
লিটনকে আউটের পর উল্লাস ভরুনদের

ভারত যেন কাল নিজেদের নিয়ে পরীক্ষা–নিরীক্ষায় মেতেছিল। তাতে বাংলাদেশের বিপক্ষে নতুন এক রেকর্ড গড়েছে তারা। নাজমুল হোসেন শান্তদের বিরুদ্ধে ভারতের সাতজন বোলারই কমপক্ষে একটি করে উইকেট পেয়েছেন। নিজেদের ৯২ বছরের ক্রিকেট ইতিহাসে যেকোনো সংস্করণে প্রথমবার এমন কিছু দেখেছে সূর্যকুমার যাদবের দল।

টেস্ট ক্রিকেটে এমন কীর্তি দেখা গেছে চারবার। ওয়ানডে ক্রিকেটে ১০ বার (৭টি পূর্ণ সদস্য দল)। টি-টোয়েন্টি ক্রিকেটে বোলিং ইনিংসে সব বোলারের উইকেট পাওয়ার এটি ১১তম ঘটনা, আর ভারত সে ১১তম দেশ। কোনো বোলিং ইনিংসে ৮ বোলারই উইকেট পেয়েছেন—এমন ঘটনা এখনো আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায়নি।

- Advertisement -

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশ সব বোলারকে উইকেট দিতে বোধ হয় খানিকটা পছন্দই করে! এই সংস্করণে এর আগে এক ইনিংসে বোলিং করা সাতজনকেই বাংলাদেশ উইকেট দিয়েছে তিনবার।

নিজেদের ইতিহাসে খেলা প্রথম টি-টোয়েন্টিতেও জিম্বাবুয়ের বিপক্ষে সাত বোলারকেই উইকেট দিয়েছিল বাংলাদেশ। এরপর ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে এবং ২০২৩ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রতিপক্ষ দলের সাত বোলারকেই উইকেট দিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশের ব্যাটিং অর্ডারের প্রথম সাতজনকেই আউট করেছেন ভারতের সাতজন বোলার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এমন ঘটনা এর আগে হয়েছে মাত্র একবার। ২০২৩ সালের অক্টোবরে জিম্বাবুয়ের ব্যাটিং ইনিংসের প্রথম সাতজনকে আউট করেছিলেন নামিবিয়ার সাত বোলার।

দিল্লিতে কাল বাংলাদেশকে নিয়ে রীতিমতো মজা করেছে ভারত। নইলে কী আর স্বীকৃত টি-টোয়েন্টিতে মাত্র ৩ উইকেট পাওয়া (কাল ম্যাচের আগপর্যন্ত) নীতিশ কুমারের হাতে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব বল তুলে দেন! এখানেই শেষ নয়, হার্দিক পান্ডিয়াকে দিয়ে বোলিংই করাননি। স্পিনার ওয়াশিংটন সুন্দরকে দিয়ে বোলিং করিয়েছেন মাত্র এক ওভার।

ম্যাচ শেষে অধিনায়ক সূর্যকুমার যাদব এর ব্যাখ্যাও দিয়েছেন, ‘দেখতে চেয়েছি, ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে ভিন্ন ভিন্ন বোলাররা কী করতে পারে, তারা কঠিন ওভারগুলো করতে পারে কি না। মাঝেমধ্যে হার্দিক বোলিং করবে না, কখনো ওয়াশিংটন করবে না। দেখতে চেয়েছি অন্যদের সামর্থ্য কী, তা নিয়ে খুবই সন্তুষ্ট।’

টি-টোয়েন্টি সিরিজ এরই মধ্যে জিতে নিয়েছে সূর্যকুমারের দল। আগামী পরশু হায়দরাবাদে সিরিজের শেষ ম্যাচ।

- Advertisement -

Related Articles

Latest Articles