9.9 C
Toronto
সোমবার, এপ্রিল ২১, ২০২৫

আমি কি তাকে ভুলতে পারি: সালমানকে ইউলিয়া

আমি কি তাকে ভুলতে পারি: সালমানকে ইউলিয়া - the Bengali Times
সালমান ও ইউলিয়া

বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর অভিনেতা সালমান খান। বয়স ৬০ ছুঁই ছুঁই হলেও এখনো বিয়ের মালা গলায় পরেননি ভাইজান। ব্যক্তিজীবনে একাধিকবার সম্পর্কে জড়িয়েছেন, কারও সঙ্গেই থিতু হতে পারেননি তিনি। সর্বশেষ বিদেশিনী মডেল ইউলিয়া ভান্তুরের সঙ্গে প্রেম করেছেন বলিউড ভাইজানখ্যাত সালমান। দীর্ঘদিন প্রেম করেও বিয়ে অবধি যায়নি এ জুটি। তবু অভিনেতার জন্মদিনের অনুষ্ঠান হোক বা পারিবারিক জমায়েত সব জায়গাতেই দেখা মেলে মডেলইউলিয়া ভান্তুরের।

এর আগে ২০১৬ সালে ক্যাটরিনা কাইফের সঙ্গে বিচ্ছেদের পর রোমানিয়ান সংগীতশিল্পী ও অভিনেত্রী ইউলিয়া ভান্তুরের সঙ্গে সম্পর্কে জড়ান অভিনেতা। প্রায় আট বছর ধরে নাকি সম্পর্কে ছিলেন তারা। একসময় খানবাড়িতে থাকতেন এ বিদেশিনী। অনেকেই ভেবেছিলেন— ইউলিয়ার সঙ্গে হয়তো থিতু হবেন ভাইজান। কিন্তু না তেমন কিছুই হয়নি। বরং একাধিকবার তাদের প্রেম ভাঙার খবর প্রকাশ্যে এসেছে।

- Advertisement -

সম্প্রতি দুবাইয়ে বলিউডের একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যান মডেল ইউলিয়া। যদিও সালমনাকে দেখা যায়নি সেখানে, তবু অভিনেতাকে নিয়ে প্রশ্নের মুখে পড়েছিলেন অভিনেত্রী। যেখানে সালমান প্রসঙ্গ উঠতেই ইউলিয়া বলেন, ‘আমি তাকে কি ভুলতে পারি! আমার মনেই আছেন উনি।’

গত বছর একটি টকশোতে গিয়ে সালমান খান নিজেই স্বীকার করেছেন, প্রেমিকাদের দোষ নয়; বরং দোষ রয়েছে তার মধ্যেই। যে কারণেই সম্পর্ক স্থায়িত্ব হয়নি।

 

- Advertisement -

Related Articles

Latest Articles