8.1 C
Toronto
সোমবার, এপ্রিল ২১, ২০২৫

বিপিএলে সাকিবের দল পরিবর্তন

বিপিএলে সাকিবের দল পরিবর্তন - the Bengali Times

গত মৌসুমে রংপুরের হয়ে খেলেছেন সাকিব ছবি সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের গত আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলেছিলেন সাকিব আল হাসান। এবার সবাইকে চমকে দিয়ে চিটাগং কিংসে নাম লেখালেন এই অলরাউন্ডার। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় চিটাগং কিংস তাদের অফিশিয়াল পেজে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানিয়েছে।

সাকিবের ছবি পোস্ট করে চিটাগং কিংস লিখেছে, ‘একজন কিংবদন্তি যোগ দিয়েছেন দলে। রাজ্যে স্বাগত সাকিব আল হাসান।’

- Advertisement -

সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, আগামী ২৭ ডিসেম্বর শুরু হতে পারে বিপিএলের একাদশ আসর। চলতি মাসের ১৪ তারিখে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটির ড্রাফট অনুষ্ঠিত হবে। তবে তার আগে সরাসরি চুক্তির মাধ্যমে ক্রিকেটারদের দলে ভেড়ানোর সুযোগ পাচ্ছে দলগুলো।

জানা গেছে, আসছে বিপিএলে ড্রাফট ‘এ’ ক্যাটাগরিতে থাকা সাকিবের পারিশ্রমিক ৬০ লাখ টাকা। যদিও তাকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে চিটাগং। একই ফ্র্যাঞ্চাইজিতে এবার খেলবেন পেসার শরিফুল ইসলাম।

- Advertisement -

Related Articles

Latest Articles