-5.5 C
Toronto
বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫

বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ ১০ দেশ

বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ ১০ দেশ
সংগৃহীত ছবি

পৃথিবীজুড়ে দুর্দশা! বিশ্বের কোনায় কোনায় যুদ্ধ-সংঘাত, ক্ষুধা-দারিদ্র, নির্যাতন-নিপীড়ন আর মানবাধিকার লঙ্ঘনের ভুরি ভুরি উদাহরণ। এই অবস্থার মধ্যেও কিছু দেশের নাগরিকরা তুলনামূলক শান্তিতে বসবাস করছেন।

বর্তমান বিশ্বের শান্তিপূর্ণ দেশগুলো খুঁজে পাওয়া যায় বৈশ্বিক শান্তি সূচকে। এই সূচকটি প্রকাশ করে অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিস।

- Advertisement -

শান্তি সূচক তৈরিতে প্রতিষ্ঠানটি নানা বিষয় বিবেচনায় নেয়। এর মধ্যে প্রধান বিষয় তিনটি। এগুলো হলো—সামাজিক সুরক্ষা ও নিরাপত্তা, চলমান অভ্যন্তরীণ-আন্তর্জাতিক সংঘাত ও সামরিকীকরণ।

ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিস-এর ২০২৪ সালের বৈশ্বিক শান্তি সূচকে বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ ১০টি দেশ হলো—
১. আইসল্যান্ড (ইউরোপ)
২. আয়ারল্যান্ড (ইউরোপ)
৩. অস্ট্রিয়া (ইউরোপ)
৪. নিউজিল্যান্ড (এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল)
৫. সিঙ্গাপুর (এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল)
৬. সুইজারল্যান্ড (ইউরোপ)
৭. পর্তুগাল (ইউরোপ)
৮. ডেনমার্ক (ইউরোপ)
৯. স্লোভেনিয়া (ইউরোপ)
১০. মালয়েশিয়া (এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল)

- Advertisement -

Related Articles

Latest Articles