
মাইক রেনল্ডস তার আট বছরের সঙ্গী লারাকে বিয়ে করেছিলেন। তবে তাদের সুখ বেশিক্ষণ টিকেনি। বিয়ের মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে এক জটিল রোগ পালমোনারি ফাইব্রোসিসে আক্রান্ত হয়ে মারা যান মাইক।
জানা যায়, কোভিডের কারণে ২০২০ সালে তাদের বিয়ের পরিকল্পনা স্থগিত করতে হয়েছিল এবং আগস্টের শেষ দিকে মাইক হাসপাতালে ভর্তি না হওয়া পর্যন্ত একসঙ্গে তাদের সময় উপভোগ করতে থাকে।
৩৮ বছর বয়সী লারা বলেন, ‘১১ বছর আগে আমাদের দেখা হয়েছিল- তিনি আসলে আমার ডেলিভারি ম্যান ছিলেন। আমাদের একটা সুন্দর জীবন ছিল। ২০২০ সালে আমাদের বিয়ে করার কথা ছিল, কিন্তু কোভিড বাধা হয়ে দাঁড়ায়। আমরা সবসময় ভাবতাম আমাদের হাতে অনেক সময় থাকবে এবং আমরা একদিন বিয়ে করব।’
কর্নওয়াল লাইভের প্রতিবেদনে বলা হয়, গত জানুয়ারিতে মাইক শ্বাসকষ্টে ভুগছিলেন এবং কারণ খুঁজে বের করতে মাসব্যাপী চিকিৎসা করেন। প্রথমে চিকিৎসকরা বুকে সংক্রমণ সন্দেহ করে। তবে একাধিক অ্যাপয়েন্টমেন্টের পরেও তাদের কাছে কোনো উত্তর ছিল না। তবে গত ৮ মে মাইকের পালমোনারি ফাইব্রোসিস ধরা পড়ে।
লারা আরও বলেন, ‘যখন তার রোগ নির্ণয় করা হয়, তখন আমাদের পৃথিবী ওলটপালট হয়ে যায়। মাইক চিকিত্সা গ্রহণ অব্যাহত রেখেছিলেন, যখন তিনি এবং লারা একসাথে তাদের বেশিরভাগ সময় কাটাতে থাকেন। আগস্টে তার স্বাস্থ্যের অবনতি হওয়ার পর তিন সপ্তাহের জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। তারপর তার অবস্থা আরও খারাপ হলে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চ্যাপেলিনের সঙ্গে বিয়ে নিয়ে কথা বলে মাইক। তখন চ্যাপেলিন বলেন, আপনার মৃত্যুর সম্ভাবনা রয়েছে। এটি ২৪ ঘণ্টার মধ্যে ঘটতে পারে এবং হয়েছিলও।
‘আমাদের বিয়ের আয়োজন করার জন্য তখন আমার হাতে ২৪ ঘণ্টা সময় ছিল। তারপরে ২৭ সেপ্টেম্বর দুপুর ২ টায় আমরা বিয়ে করেছি। দুঃখের বিষয় ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বর মাইক মারা যান,’ বলেন লারা।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে হার্ডলাইনে যাওয়ার ঘোষণা সরকারেরদ্রব্যমূল্য নিয়ন্ত্রণে হার্ডলাইনে যাওয়ার ঘোষণা সরকারের
আর এ কারণে, লারা এখন পালমোনারি ফাইব্রোসিস সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং যারা শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন তাদের যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসকের সঙ্গে দেখা করার জন্য তাদের গল্পটি শেয়ার করছেন।